খেলা ডেস্ক
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন মুহূর্ত আর আসেনি। শেষ বলে নাটকীয় জয়। তাও আবার নারী এশিয়া কাপে। স্বভাবতই উচ্ছ্বসিত সালমা-রুমানারা।
পুরস্কার বিতরণী মঞ্চেই অনুভূতি জানতে চাওয়া হয়েছিল সালমার কাছে। তিনি বলেন, অনেক খুশি লাগছে, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। আমরা প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছি। এটা কতোটা বড় পাওয়া।
বাংলাদেশ নারী ক্রিকেটের টি-টোয়েন্টির এই অধিনায়ক বলেন, এই ম্যাচে চাপটা ভারতের ওপর ছিল। আমাদের হারানোর কিছু ছিল না, তবে ওদের হারানোর অনেক কিছুই ছিল। আমাদের পাওয়ার অনেক কিছুই ছিল, আর সেটাই আমরা পেয়েছি।
রোববার কুয়ালালামপুরে এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস এক ম্যাচে ৩ উইকেটে জিতে যায় বাংলাদেশ। ফলে এশিয়ার মেয়েদের ক্রিকেটের চ্যাম্পিয়ন খেতাব জেতালো সালমা-রুমানারা।