অনলাইন ডেস্ক
অস্টিনের টেক্সাস ইউনিভার্সিটির দশ জন গবেষকের একটি দল আবিষ্কার করে ফেলেছে এমনই এক যন্ত্র, যা ১০ সেকেন্ডের মধ্যে শরীরে ক্যানসার টিস্যু রয়েছে কি না তা নির্ণয় করে ফেলবে।
এই নির্ণয় শতকরা ৯৬ শতাংশ নির্ভুল বলে দাবি করছেন এই গবেষকদের দল। সম্প্রতি‘সায়েন্স ট্রান্সলেশানাল মেডিসিন’ নামের জার্নালে প্রকাশিত প্রতিবেদনে এমন এক যন্ত্রের কথাই বলা হয়েছে, যার নাম‘মাসস্পেক পেন’।
এই গবেষণা দলের অন্যতম সদস্য, মার্কিন যুক্তরাষ্ট্রের বেলোর কলেজ অফ মেডিসিনের এন্ডোক্রিন সার্জারি টিম-এর প্রধান জেমস সুলিবার্ক বলেন, ভবিষ্যতে এই আবিষ্কারের ফলে অনেক নিরাপদে, দ্রুত সময়ে নানা রকম সার্জারি করা সম্ভব হবে।
মাসস্পেক পেনটি যাতে ক্যানসার টিস্যু আরো সূক্ষ ভাবে পরিমাপ করতে পারে, বর্তমানে গবেষকদের এই দলটি সেই দিকে লক্ষ্য রেখেই কাজ করছেন।