সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা সদরের গংগারামপুর গ্রামে হাতির আক্রমণে জিহাদ হোসেন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।নিহত জিহাদ হোসেন গংগারামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতিটি জব্দ করে। তবে হাতির মাহুত পালিয়ে যায় ফলে তাকে আটক করতে পারেনি পুলিশ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, হাতিটা পাকা ব্রিজের কাছে বাঁধা ছিল। অনেক লোকের সঙ্গে জিহাদও হাতি দেখতে সেখানে দাঁড়িয়ে ছিলো। এ সময় জিহাদ হাতিটিকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। এতে হাতিটি শুঁড় দিয়ে তাকে তুলে আছাড় দেয়।