অনলাইন ডেস্ক:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর সিটি নির্বাচনে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে গুলশান থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, ডিবি পুলিশের একটি অভিযান ছিল ওটা।
কন্সপেরেসি লিক নামক একটি ইউটিউব চ্যানেলে মেজর (অব.) মিজানের কথপোকথনের একটি অডিও প্রকাশ করা হয়েছে। ওই অডিও ক্লিপটি যে মেজর অব. মিজানের তা নিশ্চিত করেছে গোয়েন্দা সূত্র।
এদিকে পুলিশ জানিয়েছে, ফোনের অন্য প্রান্তে যে ব্যক্তি কথা বলছিলেন তার নাম সাইফুল ইসলাম। তিনি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের যুবদলের স্থানীয় নেতা।