স্পোর্টস ডেস্ক:
এবারের বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবীদার ছিল ব্রাজিল। তবে কোয়ার্টার ফাইনালের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা সহ্য করতে হচ্ছে ব্রাজিলকে। এবার নেইমারদের নিয়ে উপহাস করলেন মেক্সিকোর মিডফিল্ডার আদ্রেয়াস গুয়ার্দাদো।
টুর্নামেন্টের শেষ ষোলোয় মেক্সিকোকে ২-০ ব্যবধানে হারায় ব্রাজিল। সে ম্যাচে একটি গোল করার পাশাপাশি অন্যটিতে অবদান রাখেন নেইমার। ম্যাচের পর মেক্সিকোকে উদ্দেশ্য করে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘তারা বড্ড বেশি কথা বলছিল। আর এখন তারা বাড়ি যাচ্ছে।’
বর্তমানে রিয়াল বেতিসে খেলা গুয়ার্দাদো অবশ্য ক্লাব পর্যায়েও খেলেছেন নেইমারের বিপক্ষে। ব্রাজিলিয়ান তারকা যখন বার্সেলোনায় ছিলেন তখন তার ঠিকানা ছিল ভ্যালেন্সিয়া। ব্রাজিলের হারের পর ইনস্টাগ্রামে গুয়ার্দাদো লিখেন, ‘আর এখন কে বাড়ি যাচ্ছে?’