স্পোর্টস ডেস্ক:
রাশিয়া বিশ্বকাপে স্বাগতিকদের কাছে টাইব্রেকারে হেরে হতাশাজনক বিদায়ের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্প্যানিশ জাতীয় ফুটবল দলের কোচ এবং সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ফার্নান্দো হিয়েরো। একইসঙ্গে দলটির স্পোর্টিং ডিরেক্টরের পদ থেকেও সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
স্প্যানিশ ফুটবল দলের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এমন খবর জানিয়েছে বিবিসি।
বিশ্বকাপের ঠিক আগ মূহুর্তে স্পেনের কোচ হুলেন লোপ্তেগুইয়ের অপসারণের পর রাশিয়া বিশ্বকাপে দলের দায়িত্ব নেনে হিয়েরো।
কিন্তু, স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় ২০১০ বিশ্বকাপ আসরের চ্যাম্পিয়নদের। ওই ম্যাচে অবশ্য বীরোচিত ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন রুশ গোলরক্ষক ইগোর আকিনফেভ।
স্প্যানিশ ফুটবল দলের বিবৃতিতে আরও বলা হয়, নতুন চ্যালেঞ্জের খোঁজেই জাতীয় দল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হিয়েরো।