নড়াইল প্রতিনিধি:
নড়াইলে পানিতে ডুবে সুমাইয়া নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নড়াইল পৌরসভার বরাশুলা গ্রামে এ ঘটনা ঘটে । সে বরাশুলা গ্রামের তারিকুল ইসলামের মেয়ে ।
সুমাইয়া পরিবারের অজান্তে বাড়ির পাশের মাছের ঘেরে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোজাঁখুজির এক পর্যায়ে ঘেরে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক রোখসানা বিনতে আকবর জানান, শিশুটিকে যখন নড়াইল সদর হাসপাতালে আনা হয় তার আগেই শিশুটির মার যায় ।