নিজস্ব প্রতিবেদক:
মো. শহীদুননবী ডাবলুকে সভাপতি ও অধ্যক্ষ নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর কমিটি পূনঃগঠন করা হয়েছে।
দলের চেয়ারম্যান জেবেল রহমান গানির নির্দেশে দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া ঢাকা মহানগরের সুপার ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন প্রদান করেছেন।
আগামী একমাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি মতিয়ারা চৌধুরী মিনু, সহ-সভাপতি অধ্যক্ষ আবদুল খালেক, যুগ্ম সম্পাদক মো. শামিম ভুঁইয়া, মো. সোহেল, মো. রফিকুল ইসলাম মোল্লা (নান্নু), সাংগঠনিক সম্পাদক এম.এন. শাওন সাদেকী, দপ্তর সম্পাদক আলমগীর গোলদার, প্রচার সম্পাদক মো. জাফর ইকবাল, মহিলা সম্পাদিকা বাসন্তি বরুয়া, শ্রম বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান।