যৌনতার ভিত্তিতে যে কোন বৈষম্য মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করে। আর তাই ভারতে বৈধ করা হয়েছে সমকামিতাকে। এখন থেকে আর সমকামিতাকে অপরাধ হিসেবে দেখা হবে না। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দেশটির সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে স্বীকৃতি হয়েছে দেশটির সমকামীদের দীর্ঘদিনের চাওয়া।
বিষয়টি নিয়ে ভারতের বিনোদন জগতেও আলোচনা হচ্ছে। সমকামিতার বৈধতা নিয়ে মন্তব্য করেছেন বলিউডের খ্যাতিমান ও সফল নির্মাতা করন জোহর। টুইট করে তিনি বলেন, ঐতিহাসিক রায়। গর্ব অনুভব করছি আজ। সমকামিতার বৈধতা ও ৩৭৭ ধারার বিলুপ্তি মানবতা ও সম অধিকারের জন্য বিরাট অর্জন। দেশ তার অক্সিজেন ফিরে পেলো।
সমকামিতার বৈধতায় সবার মনে একটি নাম বেশি ভেসে উঠছে। তিনি ঋতুপর্ণ ঘোষ। যিনি সমকামিতা বৈধ করার লড়াইয়ে অগ্রগামী ছিলেন। তাকে স্মরণ করে টালিউডের খ্যাতিমান নির্মাতা কৌশিক গাঙ্গুলি বলেন, এলেম নতুন দেশে- তলায় ভগ্ন তরী, কূলে এলেম ভেসে। তুমি (ঋতুপর্ণ ঘোষ) থাকলে আজ উৎসব হতো শহরে। বিদায় ৩৭৭, স্বাগত নগরকীর্তন। সব যোদ্ধাদের অভিনন্দন জানাই।