স্পোর্টস ডেস্ক:
মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাব দারদোস ডি সিনালোয়া কোচ হিসেবে নিয়োগ পেলেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-ফুজাইরার সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর এটিই ম্যারাডোনার নতুন দায়িত্ব।
দারদোস ডি সিনালোয়া’র পক্ষ থেকে ম্যারাডোনা স্বাগত জানিয়ে একটি ভিডিওবার্তা প্রকাশ হয়েছে। সেখানে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘স্বাগত ডিয়েগো’।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ৫৭ বছর বয়সী সাবেক ফুটবলার দেশটির হয়ে ৯১টি ম্যাচ খেলেন। এছাড়া ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত দলটির কোচও ছিলেন।