নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল রোববার (৯ সেপ্টেম্বর) বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষনেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
২০ দলীয় জোটের শরিক বাংলাদেশের ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া বাংলাদেশ জার্নালকে জানান, রোববার সন্ধ্যায় গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে জাতীয় ঐক্য, আসন্ন সংসদ নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।