গৌরনদীতে পৌরসভায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন
৩০ জানুয়ারি ২০২১, ১০:৫১

ভোটে অনিয়ম এবং আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের ভোট কক্ষে প্রভাব বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী জহির সাজ্জাদ হান্নান।
শনিবার দুপুর আড়াইটায় গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বর্জন করেন তিনি।
এ সময় তিনি বলেন, ভোট কেন্দ্রে ভোটারদের জোর করে নৌকায় ভোট দিতে বাধ্য করা হচ্ছে। প্রভাব বিস্তার করা হচ্ছে কেন্দ্র থেকে কক্ষ পর্যন্ত। নির্বাচন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীকে বলেও কোনো লাভ হয়নি। তাদের সামনে বসে অনিয়ম হলেও তারা ব্যবস্থা নেয়নি। ভোটে কারচুপি হচ্ছে, আর তার সাথে সরকারের লোকজনই জড়িত।
তবে এসব অভিযোগ অস্বীকার করে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার বলেন, নিশ্চিত পরাজয় জেনে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। যদি কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।