পৌর নির্বাচনের তৃতীয় ধাপে ভোট পড়েছে ৭০%
৩১ জানুয়ারি ২০২১, ১১:০৬

তৃতীয় ধাপে ৬২টি পৌরসভায় নির্বাচনে ৭০% ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান। রোববার এ তথ্য জানান তিনি।
শনিবার তৃতীয় ধাপের পৌর নির্বাচনে ১৯,০৮,৬১৫ ভোটারের মধ্যে মেয়র পদে ভোট দিয়েছেন ১৩,৪৪,০১৬ জন। সে হিসাবে, এবারের ভোটের হার ৭০.৪২%। সর্বোচ্চ ভোট পড়েছে নওগাঁর ধামইরহাটে ৯২.১৪%। সর্বনিম্ন ভোট পড়েছে ৪১.৮৭% মৌলভীবাজারে।
ফল পর্যালোচনায় দেখা যায়, তৃতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিসহ মেয়র পদে আওয়ামী লীগের ৪৬ জন, বিএনপির তিনজন ও স্বতন্ত্র ১৪ জন বিজয়ী হন। এর আগে ১৮ ডিসেম্বরের প্রথম ধাপে ভোটে ৬৫%, দ্বিতীয় ধাপে ১৬ জানুয়ারির ৬২% ভোট পড়েছে।
করোনাভাইরাস মহামারীর মধ্যে এবার পাঁচ ধাপে পৌরসভায় নির্বাচন করছে কমিশন। প্রথম ধাপের তফসিলের ২৪টি পৌরসভায় গত ২৮ ডিসেম্বর ইভিএমে ভোট হয়েছে, এরপর ১৬ জানুয়ারি ভোট হয়েছে ৬১ পৌরসভায়। তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ব্যালটে ভোট হয় ৩০ জানুয়ারি। চতুর্ধ ধাপে ১৪ ফেব্রুয়ারি এবং ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপের ভোট হবে।