সাংবাদিক শাহীন রেজা নূরের মৃত্যুতে স্পীকারের শোক
১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৪:২২

::যুগের কন্ঠ ডেস্ক::
জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে সাংবাদিক শাহীন রেজা নূরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
স্পীকার মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শােক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে শুক্রবার ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি অগ্নাশয় ক্যানসারে ভুগছিলেন।
‘প্রজন্ম একাত্তর’ গড়ে তোলায় নেতৃত্বদাতা শাহীন রেজা নূর জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী ছিলেন।
এছাড়া সাংবাদিক শাহীন রেজা নূরের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।