শ্বাসকষ্টে মোস্তাফা জব্বারের ভাইয়ের মৃত্যু
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৭

ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ছোট ভাই নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া জব্বার শ্বাসকষ্টে মারা গেছেন।
সোমবার রাত ৩টা ২০ মিনিটে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম বলেন, কিবরিয়া বেশ কিছু দিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। গত বছর ডিসেম্বর প্রথমে তাকে ঢাকায় মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। ১২ ফেব্রুয়ারি উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। করোনাভাইরাস পরীক্ষায় তার নেগেটিভ এসেছিল।
কিবরিয়া খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।