রামগঞ্জে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ১
১৭ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৩

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মো. হাসান (৪২) নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে এসআই মো. তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সোনাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
হাসান একই এলাকা সোনাপুর সুতার বাড়ির মুনছুর আহম্মেদের ছেলে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস সত্যতা স্বীকার করে জানান, তাহার বিরুদ্ধে রামগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনের নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।