ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

আফগানিস্তানে পৃথক বোমা হামলায় নিহত ১৩

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:২৪:২৬ অপরাহ্ন, সোমাবার, ১০ মে ২০২১
  • / 198
::আন্তর্জাতিক ডেস্ক::

আফগানিস্তানে পৃথক বোমা হামলার ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে একটি বাস উড়ে গিয়ে অন্তত ১১ জন ও আরো একটি বাসে হামলায় দুইজন নিহত হয়েছেন।

এর মধ্যে রোববার রাতে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাবুলে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ১১ জন নিহত হন। এতে আহত হন ২৮ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন আহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। এ হামলার বিষয়ে মন্তব্যের জন্য বার্তা সংস্থা রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি তালেবান বিদ্রোহীরা।

এদিকে সোমবার ভোরে পারওয়ান প্রদেশে আরেকটি বিস্ফোরণ একটি মিনিবাসে আঘাত হেনেছে। এতে দুই জন নিহত ও নয় জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিদেশি সৈন্য প্রত্যাহার চলার মধ্যেই আফগানিস্তানে একের পর এক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটছে। শনিবার দেশটির রাজধানী কাবুলে একটি স্কুলের সামনে গাড়ি বোমা ও মর্টার হামলায় অন্তত ৬৮ জন নিহত ও ১৬৫ জন আহত হন। হতাহতের অধিকাংশই ছিল ওই স্কুলটির ছাত্রী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আফগানিস্তানে পৃথক বোমা হামলায় নিহত ১৩

আপডেট : ০১:২৪:২৬ অপরাহ্ন, সোমাবার, ১০ মে ২০২১
::আন্তর্জাতিক ডেস্ক::

আফগানিস্তানে পৃথক বোমা হামলার ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে একটি বাস উড়ে গিয়ে অন্তত ১১ জন ও আরো একটি বাসে হামলায় দুইজন নিহত হয়েছেন।

এর মধ্যে রোববার রাতে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাবুলে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে ১১ জন নিহত হন। এতে আহত হন ২৮ জন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন আহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। এ হামলার বিষয়ে মন্তব্যের জন্য বার্তা সংস্থা রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি তালেবান বিদ্রোহীরা।

এদিকে সোমবার ভোরে পারওয়ান প্রদেশে আরেকটি বিস্ফোরণ একটি মিনিবাসে আঘাত হেনেছে। এতে দুই জন নিহত ও নয় জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিদেশি সৈন্য প্রত্যাহার চলার মধ্যেই আফগানিস্তানে একের পর এক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটছে। শনিবার দেশটির রাজধানী কাবুলে একটি স্কুলের সামনে গাড়ি বোমা ও মর্টার হামলায় অন্তত ৬৮ জন নিহত ও ১৬৫ জন আহত হন। হতাহতের অধিকাংশই ছিল ওই স্কুলটির ছাত্রী।