ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বার্নলিকে উড়িয়ে শীর্ষ চারে লিভারপুল

প্রতিনিধির নাম
  • আপডেট : ০৭:০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • / 167

ছবি: সংগৃহীত

::স্পোর্টস ডেস্ক::

চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলার দৌড়ে বেশ খানিকটা পথ এগিয়ে গেল লিভারপুল। প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ৩-০ গোলের জয় তুলে নেয় ইয়ুর্গেন ক্লপের দল।

প্রথমার্ধে রবার্তো ফিরমিনোর গোলের পর দ্বিতীয়ার্ধে লিভারপুলকে আরও দুটি গোল এনে দেন ন্যাট ফিলিপস ও অ্যালেক্স অক্সালেড চেম্বারলিন। এই জয়ে লিগ টেবিলের শীর্ষ চারে উঠে এল লিভারপুল।

খেলা শুরুর প্রথম চার মিনিটেই ভালো দুটি সুযোগ পায় সফরকারীরা। প্রথমে ডি-বক্সে মোহামেদ সালাহর শট রুখে দেন ডিফেন্ডার বেন মি। কাছ থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি সাদিও মানে।

ষোড়শ মিনিটে সুযোগ আসে আরেকটি। মানের ব্যাকহিল ফ্লিকে ছয় গজ বক্সের সামনে থেকে বল বাইরে মারেন ফিরমিনো। ২৯তম মিনিটে দুরূহ কোণ থেকে থিয়াগো আলকান্তারার শটও লক্ষ্যে থাকেনি। পরের মিনিটে ‘ওয়ান-অন-ওয়ানে’ উড়িয়ে মেরে হতাশ করেন সালাহ। ৩৮তম মিনিটে বার্নলির ডুয়াইট ম্যাকনিলের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে জাল অক্ষত রাখেন আলিসন।

বিরতির আগে এগিয়ে যায় লিভারপুল। বাঁ দিক থেকে অ্যান্ড্রু রবার্টসনের পাসে ডি-বক্সে ছুটে গিয়ে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে দ্বিগুণ হয় ব্যবধান। বাঁ দিকের বাইলাইনের কাছে এক ডিফেন্ডারকে কাটিয়ে ক্রস বাড়ান মানে। ছয় গজ বক্সের মুখে লাফিয়ে হেডে বল জালে পাঠান ফিলিপস। লিভারপুলের হয়ে ইংলিশ এই ডিফেন্ডারের এটাই প্রথম গোল।

৬৮তম মিনিটে ফিলিপসের দৃঢ়তায় ব্যবধান ধরে রাখে লিভারপুল। কর্নারে জেমস টারকোভস্কির হেড গোললাইন থেকে হেডে ক্লিয়ার করেন তিনি।

নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে স্কোরলাইন ৩-০ করেন চেম্বারলেইন। রবার্টসনের পাসে নিচু শটে গোলটি করেন ইংলিশ এই মিডফিল্ডার। দারুণ জয়ের উচ্ছ্বাসে মাঠ ছাড়ে গতবারের চ্যাম্পিয়নরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বার্নলিকে উড়িয়ে শীর্ষ চারে লিভারপুল

আপডেট : ০৭:০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
::স্পোর্টস ডেস্ক::

চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুমে খেলার দৌড়ে বেশ খানিকটা পথ এগিয়ে গেল লিভারপুল। প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ৩-০ গোলের জয় তুলে নেয় ইয়ুর্গেন ক্লপের দল।

প্রথমার্ধে রবার্তো ফিরমিনোর গোলের পর দ্বিতীয়ার্ধে লিভারপুলকে আরও দুটি গোল এনে দেন ন্যাট ফিলিপস ও অ্যালেক্স অক্সালেড চেম্বারলিন। এই জয়ে লিগ টেবিলের শীর্ষ চারে উঠে এল লিভারপুল।

খেলা শুরুর প্রথম চার মিনিটেই ভালো দুটি সুযোগ পায় সফরকারীরা। প্রথমে ডি-বক্সে মোহামেদ সালাহর শট রুখে দেন ডিফেন্ডার বেন মি। কাছ থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি সাদিও মানে।

ষোড়শ মিনিটে সুযোগ আসে আরেকটি। মানের ব্যাকহিল ফ্লিকে ছয় গজ বক্সের সামনে থেকে বল বাইরে মারেন ফিরমিনো। ২৯তম মিনিটে দুরূহ কোণ থেকে থিয়াগো আলকান্তারার শটও লক্ষ্যে থাকেনি। পরের মিনিটে ‘ওয়ান-অন-ওয়ানে’ উড়িয়ে মেরে হতাশ করেন সালাহ। ৩৮তম মিনিটে বার্নলির ডুয়াইট ম্যাকনিলের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে জাল অক্ষত রাখেন আলিসন।

বিরতির আগে এগিয়ে যায় লিভারপুল। বাঁ দিক থেকে অ্যান্ড্রু রবার্টসনের পাসে ডি-বক্সে ছুটে গিয়ে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে দ্বিগুণ হয় ব্যবধান। বাঁ দিকের বাইলাইনের কাছে এক ডিফেন্ডারকে কাটিয়ে ক্রস বাড়ান মানে। ছয় গজ বক্সের মুখে লাফিয়ে হেডে বল জালে পাঠান ফিলিপস। লিভারপুলের হয়ে ইংলিশ এই ডিফেন্ডারের এটাই প্রথম গোল।

৬৮তম মিনিটে ফিলিপসের দৃঢ়তায় ব্যবধান ধরে রাখে লিভারপুল। কর্নারে জেমস টারকোভস্কির হেড গোললাইন থেকে হেডে ক্লিয়ার করেন তিনি।

নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে স্কোরলাইন ৩-০ করেন চেম্বারলেইন। রবার্টসনের পাসে নিচু শটে গোলটি করেন ইংলিশ এই মিডফিল্ডার। দারুণ জয়ের উচ্ছ্বাসে মাঠ ছাড়ে গতবারের চ্যাম্পিয়নরা।