ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বাসচাপায় বিজিবি সদস্যসহ নিহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট : ০৬:৪৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • / 158
::টাঙ্গাইল প্রতিনিধি::

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বাসচাপায় বিজিবি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম রেজা পাবনা জেলার চাটমোহর উপজেলার বাসিন্দা মোজাহের মোল্লার ছেলে। সেলিম রেজা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য। তিনি পিলখানায় সিপাহী পদে দায়িত্বে ছিলেন। অপর নিহত ব্যক্তির নাম কামরুজ্জামান (২৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয়রা জানান, বিকেলে পাবনা থেকে বিজিবি সদস্য সেলিম রেজা ও কামরুজ্জামান মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন। এ সময় তারা মহাসড়কের করাতিপাড়া এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে সেলিম ও কামরুজ্জামান গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে দুজনের মৃত্যু হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মো. নবিন বলেন, বিকেলে পাবনা থেকে বিজিবি সদস্য সেলিম রেজা ও কামরুজ্জামান নামের দুইজন মোটরসাইকেলযোগে ঢাকা যাচ্ছিলেন। এসময় তারা মহাসড়কের ওই এলাকায় পৌঁছালে পেছন থেকে এসে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে সেলিম ও কামরুজ্জামান গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সেলিম রেজাকে মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাতে কামরুজ্জামানেরও মৃত্যু হয়। নিহতদের লাশ মর্গে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাসচাপায় বিজিবি সদস্যসহ নিহত ২

আপডেট : ০৬:৪৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
::টাঙ্গাইল প্রতিনিধি::

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বাসচাপায় বিজিবি সদস্যসহ দুজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম রেজা পাবনা জেলার চাটমোহর উপজেলার বাসিন্দা মোজাহের মোল্লার ছেলে। সেলিম রেজা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য। তিনি পিলখানায় সিপাহী পদে দায়িত্বে ছিলেন। অপর নিহত ব্যক্তির নাম কামরুজ্জামান (২৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয়রা জানান, বিকেলে পাবনা থেকে বিজিবি সদস্য সেলিম রেজা ও কামরুজ্জামান মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন। এ সময় তারা মহাসড়কের করাতিপাড়া এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে সেলিম ও কামরুজ্জামান গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে দুজনের মৃত্যু হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মো. নবিন বলেন, বিকেলে পাবনা থেকে বিজিবি সদস্য সেলিম রেজা ও কামরুজ্জামান নামের দুইজন মোটরসাইকেলযোগে ঢাকা যাচ্ছিলেন। এসময় তারা মহাসড়কের ওই এলাকায় পৌঁছালে পেছন থেকে এসে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে সেলিম ও কামরুজ্জামান গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সেলিম রেজাকে মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাতে কামরুজ্জামানেরও মৃত্যু হয়। নিহতদের লাশ মর্গে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।