ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

জবির খেলার মাঠ রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৫৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
  • / 312

::জবি প্রতিনিধি::

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় খেলার মাঠে ডিএসসিসির মার্কেট নির্মাণ উদ্যোগের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

রোববার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের এই দাবির সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশগ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন,ধুপখোলায় আমাদের একমাত্র খেলার মাঠ।

বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করে খেলার মাঠ ধ্বংস করে কোন স্থাপনা করা চলবে না। ডিএসসিসি আমাদের মাঠ দখল করে যে পিলার দিয়েছে তা অনতিবিলম্বে উঠাতে হবে। মাঠের দিকে কুনজর দিলে শিক্ষার্থীরা তাদের মাঠ রক্ষায় ঝাঁপিয়ে পড়বে। স্মারকলিপিতে বলা হয়, ৮০ দশক হতে সেই তৎকালীন প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদের আমল থেক ধুপখোলা মাঠের একটি অংশ তৎকালীন জগন্নাথ কলেজ পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ হিসেবে বিভিন্ন মাধ্যম কর্তৃক স্বীকৃতি পেয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন হতে জবিয়ানদের একমাত্র খেলার মাঠ হিসেবে ধুপখোলা মাঠের নির্ধারিত অংশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা করে আসছে এমনকি জবির প্রথম সমাবর্তনও সে মাঠে হয়েছে । স্মারকলিপিতে আরও বলা হয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ দখল করে ডিএসসিসির বাণিজ্যিক ভবন নির্মাণ চলবে না।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ রক্ষার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো ইমদাদুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ রক্ষা করতে যা যা করা দরকার সব করবো। এই ঘটনা জানার সাথে সাথেই আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছি এবং মেয়রের সাথে ফোনে কথা বলেছি। সিটি কর্পোরেশনের সাথে আমরা বৈঠক করব। বৈঠক করে সমস্যার সমাধান করতে পারবো বলে আশা করি।

উল্লেখ্য, পুরান ঢাকার ধুপখোলায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ দখল করে সেখানে মার্কেট নির্মাণের পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। যার পরিকল্পনার অংশ হিসেবে গত ১০ জুন দক্ষিন সিটি কর্পোরেশনের ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহা ও সিটি কর্পোরেশনর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হরিদাস মল্লিক মাঠের ভেতর ম্যাপ অনুযায়ী মাঠের চার কর্ণারে খুঁটি বসিয়েছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে না জানিয়ে মাঠে খুঁটি বসানোর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জবির খেলার মাঠ রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি

আপডেট : ০১:৫৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১

::জবি প্রতিনিধি::

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় খেলার মাঠে ডিএসসিসির মার্কেট নির্মাণ উদ্যোগের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

রোববার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের এই দাবির সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধনে অংশগ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন,ধুপখোলায় আমাদের একমাত্র খেলার মাঠ।

বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করে খেলার মাঠ ধ্বংস করে কোন স্থাপনা করা চলবে না। ডিএসসিসি আমাদের মাঠ দখল করে যে পিলার দিয়েছে তা অনতিবিলম্বে উঠাতে হবে। মাঠের দিকে কুনজর দিলে শিক্ষার্থীরা তাদের মাঠ রক্ষায় ঝাঁপিয়ে পড়বে। স্মারকলিপিতে বলা হয়, ৮০ দশক হতে সেই তৎকালীন প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদের আমল থেক ধুপখোলা মাঠের একটি অংশ তৎকালীন জগন্নাথ কলেজ পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ হিসেবে বিভিন্ন মাধ্যম কর্তৃক স্বীকৃতি পেয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন হতে জবিয়ানদের একমাত্র খেলার মাঠ হিসেবে ধুপখোলা মাঠের নির্ধারিত অংশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা করে আসছে এমনকি জবির প্রথম সমাবর্তনও সে মাঠে হয়েছে । স্মারকলিপিতে আরও বলা হয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ দখল করে ডিএসসিসির বাণিজ্যিক ভবন নির্মাণ চলবে না।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ রক্ষার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো ইমদাদুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ রক্ষা করতে যা যা করা দরকার সব করবো। এই ঘটনা জানার সাথে সাথেই আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছি এবং মেয়রের সাথে ফোনে কথা বলেছি। সিটি কর্পোরেশনের সাথে আমরা বৈঠক করব। বৈঠক করে সমস্যার সমাধান করতে পারবো বলে আশা করি।

উল্লেখ্য, পুরান ঢাকার ধুপখোলায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ দখল করে সেখানে মার্কেট নির্মাণের পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। যার পরিকল্পনার অংশ হিসেবে গত ১০ জুন দক্ষিন সিটি কর্পোরেশনের ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহা ও সিটি কর্পোরেশনর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হরিদাস মল্লিক মাঠের ভেতর ম্যাপ অনুযায়ী মাঠের চার কর্ণারে খুঁটি বসিয়েছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে না জানিয়ে মাঠে খুঁটি বসানোর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।