টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

প্রতিনিধির নাম
  • আপডেট : ১০:৪৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
  • / 136
নিজের টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শুক্রবার ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে এই আবেদন করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, এছাড়া ক্যাপিটল হিলে দাঙ্গার পর বন্ধ করে দেয়া তার অনলাইন ভয়েস পুনরুদ্ধারেরও আবেদন করেছেন।

নির্বাচনের পরাজয়ের পর এ বছরের ৬ জানুয়ারি ট্রাম্পের উত্তেজিত সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালায়। ওই ঘটনায় ৫ জন নিহত ও বহু মানুষ আহত হন। এ ঘটনায় উসকানির জন্য ট্রাম্পকে দায়ী করা হয়। পরে টুইটারসহ সামাজিক মাধ্যমগুলো তাদের প্লাটফর্ম থেকে ডোনাল্ড ট্রাম্পকে বয়কট করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

আপডেট : ১০:৪৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
নিজের টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শুক্রবার ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে এই আবেদন করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, এছাড়া ক্যাপিটল হিলে দাঙ্গার পর বন্ধ করে দেয়া তার অনলাইন ভয়েস পুনরুদ্ধারেরও আবেদন করেছেন।

নির্বাচনের পরাজয়ের পর এ বছরের ৬ জানুয়ারি ট্রাম্পের উত্তেজিত সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালায়। ওই ঘটনায় ৫ জন নিহত ও বহু মানুষ আহত হন। এ ঘটনায় উসকানির জন্য ট্রাম্পকে দায়ী করা হয়। পরে টুইটারসহ সামাজিক মাধ্যমগুলো তাদের প্লাটফর্ম থেকে ডোনাল্ড ট্রাম্পকে বয়কট করে।