রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে এক কোটি ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের স্মাগলিং অ্যান্ড ফেক কারেন্সি টিম। গ্রেফতারকৃতের নাম হলো-নজরুল ইসলাম ওরফে সোহাগ।
ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ সূত্রে জানা যায় মঙ্গলবার (১৪ অক্টোবর) ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি অভিযানিক দল তেজগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামি নজরুল ইসলাম ওরফে সোহাগকে গ্রেফতার করে।
ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত নজরুল ইসলাম তেজগাঁও থানার সিআর মামলা নং–১৪৫/১৮, ধারা–এন আই অ্যাক্ট এর ১৩৮ ধারা অনুসারে বিজ্ঞ আদালত কর্তৃক এক কোটি ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।
গ্রেফতারকৃত নজরুল এর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।