‘সাইলেন্স’-এ অন্য এক তিশা, সঙ্গে তৌসিফ

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
  • / 148
সামাজিক গল্প ও বাস্তবতার প্রেক্ষাপটে নিত্যনতুন অনেক গল্পই দেখা যায়। সেই চেনা জানা এক গল্পের নতুন উপস্থাপনায় ভিন্নভাবে হাজির হতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। নাটকের নাম ‘সাইলেন্স’ । গোলাম সারোয়ার অনিকের রচনায় এটি পরিচালনা করেছেন নির্মাতা রাফাত মজুমদার রিংকু।

নির্মাতা জানান, এটাকে পারিবারিক গল্পও বলা যায় আবার বাস্তবতার নিরিখেও বলা যায়। একটি সম্ভ্রান্ত পরিবারের পুত্রবধু যখন বাইরে চাকরী করতে যাওয়ার কারণে ধর্ষণের শিকার হয় তখন সেই পরিবারের মধ্য দিয়ে কি অবস্থা অতিবাহিত হয় এবং সেটা কাটিয়ে উঠতে কতটা ধকল পার হতে হয়; এমনই এক গল্প দেখানো হয়েছে এতে। নিঃসন্দেহে এখানে তৌসিফ ও তিশা দুর্দান্ত অভিনয় করেছে, যা দর্শকরা দেখার পরই বুঝতে পারবে।

কাজটি প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘অভিনয় করার সুবাদে একজন শিল্পীর অনেক ধরণের চরিত্রই প্লে করতে হয়। চরিত্র অনুযায়ী যতটুকু এফোর্ট দেওয়া যায়, আমি তার সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করি সবসময়। শুধু এটুকুই বলবো, এমন কিছু গল্প বা চরিত্র থাকে যেগুলো করার পর মনে একটা তৃপ্তি পাওয়া যায়। এই কাজটাও ঠিক তেমন। দর্শকরা পছন্দ করবেন বলেই বিশ্বাস করি।’

তৌসিফ মাহবুব বলেন, ‘কিছু কাজ থাকে যেগুলো করার পর মনের মধ্যে একটা তৃপ্তি আসে। ‘সাইলেন্স’ ঠিক তেমনই একটা কাজ। যার জন্য সময় নিয়ে ৩ দিন শুটিং করেছি, কাজটা যেন ভালো হয়। খুবই চমৎকার একটা গল্প। এই কাজটার পেছনে আমার, তিশা এবং পুরো টিমের সবাই অনেক এফোর্ট দিয়েছি। এটা নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। বাকিটা দর্শকরা দেখার পরই বলবেন।’

নির্মাতা জানান, খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘সাইলেন্স’-এ অন্য এক তিশা, সঙ্গে তৌসিফ

আপডেট : ০১:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
সামাজিক গল্প ও বাস্তবতার প্রেক্ষাপটে নিত্যনতুন অনেক গল্পই দেখা যায়। সেই চেনা জানা এক গল্পের নতুন উপস্থাপনায় ভিন্নভাবে হাজির হতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। নাটকের নাম ‘সাইলেন্স’ । গোলাম সারোয়ার অনিকের রচনায় এটি পরিচালনা করেছেন নির্মাতা রাফাত মজুমদার রিংকু।

নির্মাতা জানান, এটাকে পারিবারিক গল্পও বলা যায় আবার বাস্তবতার নিরিখেও বলা যায়। একটি সম্ভ্রান্ত পরিবারের পুত্রবধু যখন বাইরে চাকরী করতে যাওয়ার কারণে ধর্ষণের শিকার হয় তখন সেই পরিবারের মধ্য দিয়ে কি অবস্থা অতিবাহিত হয় এবং সেটা কাটিয়ে উঠতে কতটা ধকল পার হতে হয়; এমনই এক গল্প দেখানো হয়েছে এতে। নিঃসন্দেহে এখানে তৌসিফ ও তিশা দুর্দান্ত অভিনয় করেছে, যা দর্শকরা দেখার পরই বুঝতে পারবে।

কাজটি প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘অভিনয় করার সুবাদে একজন শিল্পীর অনেক ধরণের চরিত্রই প্লে করতে হয়। চরিত্র অনুযায়ী যতটুকু এফোর্ট দেওয়া যায়, আমি তার সর্বোচ্চটাই দেওয়ার চেষ্টা করি সবসময়। শুধু এটুকুই বলবো, এমন কিছু গল্প বা চরিত্র থাকে যেগুলো করার পর মনে একটা তৃপ্তি পাওয়া যায়। এই কাজটাও ঠিক তেমন। দর্শকরা পছন্দ করবেন বলেই বিশ্বাস করি।’

তৌসিফ মাহবুব বলেন, ‘কিছু কাজ থাকে যেগুলো করার পর মনের মধ্যে একটা তৃপ্তি আসে। ‘সাইলেন্স’ ঠিক তেমনই একটা কাজ। যার জন্য সময় নিয়ে ৩ দিন শুটিং করেছি, কাজটা যেন ভালো হয়। খুবই চমৎকার একটা গল্প। এই কাজটার পেছনে আমার, তিশা এবং পুরো টিমের সবাই অনেক এফোর্ট দিয়েছি। এটা নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। বাকিটা দর্শকরা দেখার পরই বলবেন।’

নির্মাতা জানান, খুব শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।