ঢাবিতে অস্থায়ী ভোটার নিবন্ধন কেন্দ্রের উদ্বোধন
- আপডেট : ০১:৩৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / 203
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচন কমিশনের সহযোগিতায় স্থাপিত সাত অস্থায়ী বুথের কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কমকর্তাবৃন্দ।
এসময় উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বুথগুলো ডেডিকেটেড বুথ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিবেচনায় রেখে বিশেষ ব্যবস্থাপনায় এই উদ্যোগটি নেয়া হয়েছে। নির্বাচন কমিশনকে অনুরোধ করাতে তারা এটির ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির জন্য একটি গাইডলাইন তৈরি করা আছে। জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির জন্য অন্যদের যে শর্তগুলো থাকে, সেগুলো অনেকক্ষেত্রে সহজ করে দেয়া হয়েছে। যে কোনো অব্যবস্থাপনা ঠেকাতে সংশ্লিষ্টদের যত্নশীল থাকার আহবান জানান উপাচার্য।
নিয়মাবলী: এনআইডি কার্ড নেই, এমন শিক্ষার্থীদের নির্বাচন কমিশনের ওয়েব লিংকে (service.nidw.gov.bd/new voter)-এ গিয়ে বর্তমান ঠিকানা হিসেবে নিজ হলের ঠিকানা এবং একই ঠিকানায় ভোটার হবেন, এমন শর্তে নিবন্ধন ফরম পূরণ করতে হবে। পূরণকৃত ফরমটি প্রিন্ট করে সনাক্তকারী (ফরমের ৩৪ নং ও ৩৫ নং ঘর ) ও যাচাইকারী (ফরমের ৪০,৪১ ও ৪২ নং ঘর) স্থানে নিজ হলের আবাসিক শিক্ষকদের নাম, পদবী এবং এনআইডি সংবলিত সিল ও স্বাক্ষর নিতে হবে।
এরপর (ssl.du.ac.bd/student login) লিংকে গিয়ে শিক্ষার্থীর নিজের একাডেমিক ই-মেইল দিয়ে লগ ইন করে ড্যাসবোর্ডে থাকা ‘NID এর জন্য নিবন্ধন করুন’ সেকশনে গিয়ে পরবর্তী ধাপ অনুসরণ প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পরে এসএমসের মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্রে আসার তারিখ এলে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হতে হবে।
আর শিক্ষার্থী যদি ইতোমধ্যে নিজ এলাকার নির্বাচন কমিশন অফিসে আবেদনপত্র জমা এবং ফিঙ্গারপ্রিন্ট ও ছবি দিয়ে থাকেন, তবে (ssl.du.ac.bd/studentlogin) – ঠিকানায় গিয়ে ড্যাসবোর্ডে থাকা ‘আমি উপজেলা/থানা নির্বাচন কমিশন অফিসে ফিঙ্গারপ্রিন্ট ও ছবি প্রদান করেছি কিন্তু এনআইডি নম্বর পাইনি’ অপশন সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এই তথ্যের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় দ্রুততম সময়ে শিক্ষার্থীদের এনআইডি প্রাপ্তি নিশ্চিত করবে। আর যদি ফিঙ্গারপ্রিন্ট ও ছবি না দিয়ে থাকেন, তাহলে নতুন করে ভোটার নিবন্ধন ফরম পূরণ করবেন।
আর (ssl.du.ac.bd/studentlogin ) – ঠিকানায় গিয়ে ‘আমি ইতোপূর্বে নির্বাচন কমিশন অফিসে আবেদন জমা দিয়েছি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ও ছবি প্রদান করিনি’ অপশনটি সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন।