বিআইডব্লিউটিএ’র ১২ কর্মকর্তা নিয়ে দুদকের অনুসন্ধান
- আপডেট : ০১:৪৭:১৪ অপরাহ্ন, সোমাবার, ১১ অক্টোবর ২০২১
- / 183
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ-এর সাবেক ও বর্তমান ১২ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠায় তাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক। গত ২৯ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উপপরিচালক মো. মশিউর রহমান স্বাক্ষরিত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
যাদের বিরুদ্ধে চিঠি দেওয়া হয়েছে তারা হলেন, সংস্থাটির তত্বাবধায়ক প্রকৌশলী জরিনা বেগম, উপ-পরিচালক আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, নিম্নমান সহকারি এমদাদুল হক (বরখাস্ত), আবু তাহের, আবু সালেহ কাইয়ুম, শাহজাহান সিরাজ, আব্দুল আওয়াল, মাহবুবুল আলম (অবসরপ্রাপ্ত), শফিকুল হক (অবসরপ্রাপ্ত) ।
চিঠিতে চলতি মাসের ৬ তারিখে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার নির্দেশনা থাকলেও তারা সে নির্দেশ অনুযায়ী কাগজটপত্র জমা দেননি বলে জানা গেছে। অভিযুক্ত নৌযানগুলোর ভিতরে রয়েছে বিআইডব্লিউটিতে রেজিস্ট্রেশন নিয়ে পরিচালিত এমভি রাজহংস-৭ (এম-৬৭৮৬), এমভি রাজহংস-৮ (এম-৯৯৭৭), এমভি রাজহংস-১০ (এম-০১-২০৭৭), এমভি বন্ধন-৫ (এম-০১-১২১৮), আল জামিল-১, আল জামিল-২, আল জামিল-৩, ডজন রোজ-১ (এম-২০-৭৪৬), এমভি সুমনা হক, শাহরুখ-১, রিজেন্ট-১, রিজেন্ট-১০, এমভি সোহেলী, স্বর্ণদ্বীপ-৪।
চিঠিতে এ সকল নৌযান পরিচালনা ও মালিকানার দাবিদার মেসার্স বে-ওয়াটার সার্ভিস লিমিটেড, বন্ধন ওয়াটার ওয়েজ, আল জামিউ শিপিং লাইন্স লিমিটেড, ডজন রোজ লিমিটেডের কাগজপত্র একই সঙ্গে সবধরনের রেকর্ড পত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় দুদকের চিঠিতে।