১৮ বছর বয়সীদের টিকার নিবন্ধন চলতি মাসেই

প্রতিনিধির নাম
  • আপডেট : ০১:৫২:৪৬ অপরাহ্ন, সোমাবার, ১১ অক্টোবর ২০২১
  • / 132
করোনার টিকা গ্রহণকারীদের বয়সসীমা ২৫ থেকে কমিয়ে ১৮ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘টিকা গ্রহণে নিবন্ধনের বয়সসীমা ২৫ বছর থেকে কমিয়ে ১৮ করা হচ্ছে। শিগগির এ কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে আইসিটি বিভাগ বিষয়টি দেখবে। তারা চূড়ান্তভাবে আমাদের জানালে নিবন্ধন প্রক্রিয়া শুরু করব। ফলে ১৮ বছর বয়সীরাও টিকা নিতে পারবেন।’

গত ২৯ জুলাই করোনা টিকা নেয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করে সরকার। এর আগে ৩০ বছর বয়সীরা টিকার আওতায় ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৮ বছর বয়সীদের টিকার নিবন্ধন চলতি মাসেই

আপডেট : ০১:৫২:৪৬ অপরাহ্ন, সোমাবার, ১১ অক্টোবর ২০২১
করোনার টিকা গ্রহণকারীদের বয়সসীমা ২৫ থেকে কমিয়ে ১৮ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে এ নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘টিকা গ্রহণে নিবন্ধনের বয়সসীমা ২৫ বছর থেকে কমিয়ে ১৮ করা হচ্ছে। শিগগির এ কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে আইসিটি বিভাগ বিষয়টি দেখবে। তারা চূড়ান্তভাবে আমাদের জানালে নিবন্ধন প্রক্রিয়া শুরু করব। ফলে ১৮ বছর বয়সীরাও টিকা নিতে পারবেন।’

গত ২৯ জুলাই করোনা টিকা নেয়ার জন্য সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর নির্ধারণ করে সরকার। এর আগে ৩০ বছর বয়সীরা টিকার আওতায় ছিলেন।