স্ত্রী-সন্তানসহ মুসাকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
  • / 208
অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আবদুল কাদেরের সঙ্গে সংশ্নিষ্টতার অভিযোগে ধনকুবের মুসা বিন শমসেরকে (প্রিন্স মুসা) ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানান ডিবির অতিরিক্ত ডিআইজি হারুনুর রশিদ।

এর আগে এদিন বিকেল ৩টা ২৫ মিনিটে স্ত্রী শারমিন চৌধুরী, ছেলে জুবেরী হাজ্জাজ মেরুন কালার একটি গাড়িতে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

ডিবি সূত্র জানায়, অতিরিক্ত সচিব পরিচয় দেয়া প্রতারক কাদেরের সঙ্গে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে মুসা বিন শমসেরকে। মুসা বিন শমসেরের আইন উপদেষ্টা ছিলেন প্রতারক আব্দুল কাদের।

এ বিষয়ে গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান বলেন, গত রোববার তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে।

ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আবদুল কাদেরের সঙ্গে সংশ্নিষ্টতার অভিযোগে মুসা বিন শমসেরের কাছে তিন বিষয়ে স্পষ্ট হতে চায় ডিবি।

জানা গেছে, গ্রেপ্তার আবদুল কাদের নিজেকে পরিচয় দিতেন কথিত ধনকুবের প্রিন্স মুসা বিন শমসেরের প্রতিষ্ঠান ড্যাটকো-এর লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে। তিনি প্রিন্স মুসা বিন শমসেরের নগদ অর্থ এবং বিভিন্ন স্থাপনার কাস্টোডিয়ান হিসাবে টাকা পয়সা কোন ব্যাপার না বলে জাহির করতেন।

এছাড়া প্রতারক আব্দুল কাদেরের কাছ থেকে মুসা বিন শমসের ও তার স্ত্রীর সঙ্গে করা কিছু চুক্তিপত্র উদ্ধার করা হয়। এসব বিষয় জানতেই মূলত শমসেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় ডিবি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্ত্রী-সন্তানসহ মুসাকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি

আপডেট : ১২:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আবদুল কাদেরের সঙ্গে সংশ্নিষ্টতার অভিযোগে ধনকুবের মুসা বিন শমসেরকে (প্রিন্স মুসা) ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানান ডিবির অতিরিক্ত ডিআইজি হারুনুর রশিদ।

এর আগে এদিন বিকেল ৩টা ২৫ মিনিটে স্ত্রী শারমিন চৌধুরী, ছেলে জুবেরী হাজ্জাজ মেরুন কালার একটি গাড়িতে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন তিনি।

ডিবি সূত্র জানায়, অতিরিক্ত সচিব পরিচয় দেয়া প্রতারক কাদেরের সঙ্গে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে মুসা বিন শমসেরকে। মুসা বিন শমসেরের আইন উপদেষ্টা ছিলেন প্রতারক আব্দুল কাদের।

এ বিষয়ে গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান বলেন, গত রোববার তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য সংগ্রহ করা হয়েছে।

ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অতিরিক্ত সচিব পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আবদুল কাদেরের সঙ্গে সংশ্নিষ্টতার অভিযোগে মুসা বিন শমসেরের কাছে তিন বিষয়ে স্পষ্ট হতে চায় ডিবি।

জানা গেছে, গ্রেপ্তার আবদুল কাদের নিজেকে পরিচয় দিতেন কথিত ধনকুবের প্রিন্স মুসা বিন শমসেরের প্রতিষ্ঠান ড্যাটকো-এর লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে। তিনি প্রিন্স মুসা বিন শমসেরের নগদ অর্থ এবং বিভিন্ন স্থাপনার কাস্টোডিয়ান হিসাবে টাকা পয়সা কোন ব্যাপার না বলে জাহির করতেন।

এছাড়া প্রতারক আব্দুল কাদেরের কাছ থেকে মুসা বিন শমসের ও তার স্ত্রীর সঙ্গে করা কিছু চুক্তিপত্র উদ্ধার করা হয়। এসব বিষয় জানতেই মূলত শমসেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় ডিবি।