নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা: নিহত ৪৩

প্রতিনিধির নাম
  • আপডেট : ০২:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • / 222
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যে বন্দুকধারীদের গুলিতে প্রাণহানির এই ঘটনা ঘটে।

সোকোটো রাজ্যের গভর্নরের কার্যালয়ের বরাত দিয়ে মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সোকোটোর গভর্নর আমিনু ওয়াজিরি তামবুয়াল এক বিবৃতিতে জানিয়েছেন, হামলাকারীরা গত রোববার স্থানীয় গরন্য এলাকার একটি সাপ্তাহিক হাটে এ হামলা চালায়। পরদিন সোমবার সকাল পর্যন্ত বন্দুকধারীদের এই তাণ্ডব অব্যাহত ছিল।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী ইলিয়াসু আব্বা রয়টার্সকে বলেন, হামলার পর গরন্য জেনারেল হাসপাতালে ৬০টি মরদেহ ছিল। এছাড়া হামলার সময় প্রাণে বাঁচতে পালানোর চেষ্টাকালে অনেকে আহতও হয়েছেন।

তিনি জানান, ক্রেতা ও বিক্রেতায় হাট যখন সরগরম তখনই বন্দুকধারীরা এসে তাণ্ডব শুরু করে। এ সময় হাটের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ তাদের প্রতিহত করার চেষ্টা করলেও হামলাকারীরা সংখ্যায় অনেক বেশি হওয়ায় তারা আর পেরে ওঠেনি।

হামলার সময় ওই সাপ্তাহিক বাজারের দোকানগুলোতে বহু সংখ্যক ক্রেতা-বিক্রেতা উপস্থিত ছিলেন বলে জানান এই বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা: নিহত ৪৩

আপডেট : ০২:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় সোকোটো রাজ্যে বন্দুকধারীদের গুলিতে প্রাণহানির এই ঘটনা ঘটে।

সোকোটো রাজ্যের গভর্নরের কার্যালয়ের বরাত দিয়ে মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সোকোটোর গভর্নর আমিনু ওয়াজিরি তামবুয়াল এক বিবৃতিতে জানিয়েছেন, হামলাকারীরা গত রোববার স্থানীয় গরন্য এলাকার একটি সাপ্তাহিক হাটে এ হামলা চালায়। পরদিন সোমবার সকাল পর্যন্ত বন্দুকধারীদের এই তাণ্ডব অব্যাহত ছিল।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী ইলিয়াসু আব্বা রয়টার্সকে বলেন, হামলার পর গরন্য জেনারেল হাসপাতালে ৬০টি মরদেহ ছিল। এছাড়া হামলার সময় প্রাণে বাঁচতে পালানোর চেষ্টাকালে অনেকে আহতও হয়েছেন।

তিনি জানান, ক্রেতা ও বিক্রেতায় হাট যখন সরগরম তখনই বন্দুকধারীরা এসে তাণ্ডব শুরু করে। এ সময় হাটের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ তাদের প্রতিহত করার চেষ্টা করলেও হামলাকারীরা সংখ্যায় অনেক বেশি হওয়ায় তারা আর পেরে ওঠেনি।

হামলার সময় ওই সাপ্তাহিক বাজারের দোকানগুলোতে বহু সংখ্যক ক্রেতা-বিক্রেতা উপস্থিত ছিলেন বলে জানান এই বাসিন্দা।