পুঁজিবাজারে দরপতনের প্রতিবাদে বিক্ষোভ
প্রতিনিধির নাম
- আপডেট : ০২:০৮:৪৪ অপরাহ্ন, সোমাবার, ২৫ অক্টোবর ২০২১
- / 145
গতকালের মতো আজও (২৫ অক্টোবর) বড় পতন হয়েছে পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১২০ পয়েন্ট আর চট্টগ্রাম স্টক এক্সচঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৪০০ পয়েন্ট কমেছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২০.৪১ পয়েন্ট বা ১.৭১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৮৫.২৯ পয়েন্টে। ডিএসইতে আজ এক হাজার ৪৭০ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৪৭১ কোটি ৫ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৭টির কমেছে ৩০৭টির এবং ২২ টি শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ( সিএসইত) আজ ৬০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। বড় দরপতনের কারণে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ করেছেন।