উইন্ডিজের বিপক্ষে কাল বাঁচা-মরার লড়াই টাইগারদের
- আপডেট : ১১:২৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / 184
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ম্যাচে কেমন করবে টাইগাররা? ওয়েস্ট ইন্ডিজ কি সহজেই ছেড়ে দেবে? তাদের অবস্থাও বাংলাদেশের মতো। দুই ম্যাচের দুটোতেই হার। তাই জয় চাইবে ক্যারিবিয়রাও। লড়াইটা কঠিন হবে বলেও মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোটর্স।
এর আগে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে। এবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলে সেমিফাইনালে খেলার আশা আর থাকবে না। এ কারণে জয় অপরিহার্য মনে করেই খেলতে হবে।
অন্য দিকে একই অবস্থা ওয়েস্ট ইন্ডিজেরও। বিশ্বকাপে তাদের টিকে থাকতে হলে ম্যাচ জিততে হবে। তাই তারা যে মরন ছোবল দিতে চাইবে, সে অপ্রত্যাশিত নয়।
এর আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি জয় পেয়েছিল টাইগাররা। ওই জয় বাংলাদেশ দলের জন্য উৎসাহ হিসেবে কাজ করতে পারে।
সম্প্রতি বাংলাদেশ দল ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন সেকশনেই খারাপ করছে। ব্যাটিংয়ে বড় স্কোর দিতে পারছে না তারা। বোলিংয়ে রান বেশি দিচ্ছে, উইকেট তুলে নিতে পারছে না।
একমাত্র সাকিব ছাড়া অন্যদের বোলিংয়ে ধার দেখা যাচ্ছে না। ফিল্ডিংয়ে ক্যাচ মিস করছে। এসব সেকশনে উন্নতি না করলে বড় দলের সঙ্গে জয় সহজ হবে না বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।