কোভিড-১৯ এর উৎপত্তি হয়তো কখনোই চিহ্নিত হবে না

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
  • / 146
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, কোভিড-১৯ এর উৎপত্তি হয়তো তারা কখনোই চিহ্নিত করতে সামর্থ্য হবেন না। তবে তারা এই বলে শেষ করছেন যে, এটা কোনো জৈব-অস্ত্র হিসেবে সৃষ্টি করা হয়নি। শনিবার বিবিসি এ খবর জানিয়েছে।

ভাইরাসটির উৎপত্তি কোথায় থেকে, তা নিয়ে গবেষণার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের অফিস থেকে বলা হয়, দুটি অনুমাননির্ভর ধারণা রয়েছে। এর একটি হলো- প্রাণীদেহ থেকে এটি মানুষের শরীরে ছড়িয়েছে; দ্বিতীয়টি, ল্যাব থেকে ছড়িয়ে থাকতে পারে।

মার্কিন গোয়েন্দা অফিসের পক্ষ থেকে জানানো হয়, তবে কোনো ধারণার সত্যতা নিশ্চিত করতে তাদের হাতে যথেষ্ট তথ্য-প্রমান নেই। এ প্রতিবেদনের সমালোচনা করেছে চীন।

গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে ৯০ দিন পূর্ণ হয়। তখন একটি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, তাতে করোনা ভাইরাসের উৎপত্তি সংক্রান্ত মার্কিন গোয়েন্দা নথিও প্রতিবেদন আকারে ছিল।

ওই প্রতিবেদনে দাবি করা হয়, করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে মার্কিন গোয়েন্দারা দ্বিধাবিভক্ত। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে চারটি সংস্থা ভাইরাসটি যে প্রাণীদেহ থেকে মানবদেহে ছড়িয়েছে- এমন ধারনার ওপর ‘কম আত্মবিশ্বাস’ দেখিয়েছে।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। চীনের কর্তৃপক্ষ জানিয়েছে, উহানের একটি সামুদ্রিক মাছের বাজার থেকে এ ভাইরাস ছড়িয়ে থাকতে পারে।

এরইমধ্যে অনুমাননির্ভর বেশ কিছু ধারণা বের হয়ে আসতে থাকে। এগুলোর একটি হলো- চীন জৈব অস্ত্র তৈরি করেছিল এ ভাইরাস দিয়ে, যা অজ্ঞাতে ছড়িয়েছে।

এ ধরনের ধারণার তীব্র নিন্দা জানিয়েছে চীন। তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভাইরাসের উৎপত্তি নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছে।

প্রসঙ্গত, উপকূলীয় শহর উহান থেকে করোনা ভাইরাস ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত করোনা মহামারি রূপ নিয়ে বিশ্বের অর্ধ কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এখনো প্রাণহানির হুমকি দিয়ে চলেছে করোনা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কোভিড-১৯ এর উৎপত্তি হয়তো কখনোই চিহ্নিত হবে না

আপডেট : ১২:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে, কোভিড-১৯ এর উৎপত্তি হয়তো তারা কখনোই চিহ্নিত করতে সামর্থ্য হবেন না। তবে তারা এই বলে শেষ করছেন যে, এটা কোনো জৈব-অস্ত্র হিসেবে সৃষ্টি করা হয়নি। শনিবার বিবিসি এ খবর জানিয়েছে।

ভাইরাসটির উৎপত্তি কোথায় থেকে, তা নিয়ে গবেষণার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের অফিস থেকে বলা হয়, দুটি অনুমাননির্ভর ধারণা রয়েছে। এর একটি হলো- প্রাণীদেহ থেকে এটি মানুষের শরীরে ছড়িয়েছে; দ্বিতীয়টি, ল্যাব থেকে ছড়িয়ে থাকতে পারে।

মার্কিন গোয়েন্দা অফিসের পক্ষ থেকে জানানো হয়, তবে কোনো ধারণার সত্যতা নিশ্চিত করতে তাদের হাতে যথেষ্ট তথ্য-প্রমান নেই। এ প্রতিবেদনের সমালোচনা করেছে চীন।

গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেসিডেন্ট হিসেবে ৯০ দিন পূর্ণ হয়। তখন একটি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, তাতে করোনা ভাইরাসের উৎপত্তি সংক্রান্ত মার্কিন গোয়েন্দা নথিও প্রতিবেদন আকারে ছিল।

ওই প্রতিবেদনে দাবি করা হয়, করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে মার্কিন গোয়েন্দারা দ্বিধাবিভক্ত। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে চারটি সংস্থা ভাইরাসটি যে প্রাণীদেহ থেকে মানবদেহে ছড়িয়েছে- এমন ধারনার ওপর ‘কম আত্মবিশ্বাস’ দেখিয়েছে।

২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। চীনের কর্তৃপক্ষ জানিয়েছে, উহানের একটি সামুদ্রিক মাছের বাজার থেকে এ ভাইরাস ছড়িয়ে থাকতে পারে।

এরইমধ্যে অনুমাননির্ভর বেশ কিছু ধারণা বের হয়ে আসতে থাকে। এগুলোর একটি হলো- চীন জৈব অস্ত্র তৈরি করেছিল এ ভাইরাস দিয়ে, যা অজ্ঞাতে ছড়িয়েছে।

এ ধরনের ধারণার তীব্র নিন্দা জানিয়েছে চীন। তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভাইরাসের উৎপত্তি নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছে।

প্রসঙ্গত, উপকূলীয় শহর উহান থেকে করোনা ভাইরাস ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত করোনা মহামারি রূপ নিয়ে বিশ্বের অর্ধ কোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এখনো প্রাণহানির হুমকি দিয়ে চলেছে করোনা।