শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফেনী প্রতিনিধি
অক্টোবর ১৪, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

ফেনীতে আনুষ্ঠানিক ভাবে মাঠে গড়ালো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। উদ্বোধনী খেলায় অংশ নেয় ফেনী সদর উপজেলা দল ও ফুলগাজী উপজেলা দল। খেলায় ফেনী সদর উপজেলা দল ১-০ গোলে জয়লাভ করে। মঙ্গলবার ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ ফেনী কার্যালয়ের উপপরিচালক ও পৌর প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওলানা একরামুল হক ভূঁইয়া, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন প্রমুখ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি ও ১ লাখ টাকা প্রাইজমানি। রানারআপ দল পাবে ৫০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি। অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য রয়েছে ২০ হাজার টাকার প্রাইজমানি। প্রতি ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত খেলোয়াড়কে ২ হাজার টাকা করে দেওয়া হবে।

এছাড়াও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা এবং সেরা গোলকিপারকে যথাক্রমে ৫ হাজার টাকা দেওয়া হবে। নতুন সংযোজন হিসেবে ফেয়ার প্লে টিমকে দেওয়া হবে ১০ হাজার টাকা।

উদ্বোধন কালে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেছেন, আমরা চাই ফেনীর ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে।মঙ্গলবার ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দল তাদের ম্যাচগুলো ফুটবলের নিয়ম-কানুন মেনে খেলবে। তরুণ প্রজন্মের কাছে ফেনীর ক্রীড়া যেন অনুকরণীয় হয়ে থাকে। ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে। আমরা বিশ্বাস করি, খেলাধুলার সাথে সম্পৃক্ততার মাধ্যমে কিশোর গ্যাং ও মাদক থেকে দূরে থাকা সম্ভব।

উল্লেখ্য, ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের অংশ হিসেবে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে জেলার ৬ উপজেলা ফুটবল দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। ক গ্রুপে রয়েছে ফেনী সদর উপজেলা, পরশুরাম ও ফুলগাজী উপজেলা, খ গ্রুপে রয়েছে ছাগলনাইয়া উপজেলা, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলা। টুর্নামেন্টের প্রতিটি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রথমে লীগ পর্ব খেলবে। লীগ পর্ব শেষ করে সেমি ফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে।ফেনী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আগামী ২৫ অক্টোবর থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।