‘আমরা আমাদের কবর খুড়ছি’
প্রতিনিধির নাম
- আপডেট : ০১:৪৬:০৮ অপরাহ্ন, সোমাবার, ১ নভেম্বর ২০২১
- / 202
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে আবারও জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। তিনি বলেন, ‘আমরা আমাদের কবর খুড়ছি।’ সোমবার স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে তিনি এ কথা বলেন।
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস কমিয়ে আনার বিষয়ে সব সময়ই সোচ্চার দেখা গেছে গুতেরেসকে।
সম্মেলনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জ্বীবাশ্ম জ্বালানীর প্রতি আমাদের প্রবল ঝোক মানবজাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে।’
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘যদি আমরা এটা (‘জ্বীবাশ্ম জ্বালানীর ব্যবহার) না থামাই, তাহলে এটাই আমাদের থামিয়ে দেবে।’ তিনি বলেন, ‘যথেষ্ট হয়েছে, এটা বলার এখনই উপযুক্ত সময়।’
গুতেরেস বলেন, ‘কার্বন দিয়ে আমাদের যথেষ্ট হত্যা হয়েছে। প্রকৃতিকে টয়লেট হিসেবে ব্যবহার যথেষ্ট হয়েছে। খনি উত্তলন, জ্বালানো-পুড়ানো, খনন যথেষ্ট হয়েছে। আমরা আমাদের কবর খুড়ছি।’