শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রমিক হতাহতের ঘটনায় বিলসের গভীর শোক ও উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
অক্টোবর ১৪, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার মিরপুরে রূপনগর আবাসিক এলাকায় অনুমোদনহীন রাসায়নিক গুদামে কেমিকেল বিস্ফোরণে গুদাম ও পাশের পোশাক কারখানার ওয়াশিং ইউনিট ”শাহ আলী ওয়াশিং লিমিটেড”-এ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জন শ্রমিক নিহত ও  বহু আহত হওয়ার ঘটনায় মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ- বিলস গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছে।

পাশাপাশি, এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহত শ্রমিকসহ তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, অগ্নিকাণ্ডের ঘটনার যথাযথ তদন্ত এবং দায়ীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

মিডিয়া সূত্রে জানা যায়, আবাসিক এলাকায় অনুমোদনহীনভাবে উক্ত রাসায়নিক গুদাম ও পাশে একটি পোশাক কারখানার ওয়াশিং ইউনিট পরিচালনা করা হতো।কোনও ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া এ ধরনের কারখানা পরিচালনা করা বেআইনি এবং এসব কারখানা পরিচালনাকারী ব্যক্তিসহ তাদের সাথে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন।

পাশাপাশি, পোশাক কারখানার ওয়াশিং ইউনিটের ছাদের সিঁড়িতে তালা থাকায় শ্রমিকরা বের হতে পারেনি বলে জানা গেছে। এ ধরনের কার্যকলাপ কেবল বেআইনিই নয় বরং চরম মানবাধিকার লঙ্ঘন।

সাম্প্রতিক সময়ে কেমিকেল বিস্ফোরণে বড় ধরনের বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, অথচ কোনও ঘটনারই উপযুক্ত বিচার ও শাস্তি চোখে পড়েনি।

এছাড়াও, রানা প্লাজা হত্যাকাণ্ড কিংবা তাজরীন অগ্নিকাণ্ড ইত্যাদি ঘটনায় এখনও পর্যন্ত কারও কোনও শাস্তি না হওয়ায় এ ধরনের ঘটনা দিন দিন বেড়েই চলছে, আর অসাধু মানুষদের লোভের বলি হচ্ছে অসহায় শ্রমজীবী মানুষ। শিল্প-কারখানায় সংঘটিত এসব দুর্ঘটনার যথাযথ তদন্ত, দায়ী ব্যক্তিদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে বিলস।

উপরোক্ত ঘটনায় নাগরিক সমাজ বিশেষভাবে ট্রেড ইউনিয়ন, শ্রমিক অধিকার ও মানবাধিকার সংগঠনের সম্পৃক্ততায় তদন্ত পরিচালনার দাবিও বিলস এর পক্ষ থেকে জানানো হচ্ছে।