সাইকোলজিক্যাল থ্রিলার গল্পে চঞ্চল-ফারিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট : ১০:৪১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
  • / 141
এখন ওয়েবেই ব্যস্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। নাটকে খুব একটা দেখা যায় না তাকে। অনেকদিন পর অংশ নিলেন বিশেষ একটি নাটকের শুটিংয়ে। নাটকের নাম ‘কুহক কাল’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন আলোক হাসান। এখানে চঞ্চলের সঙ্গে জুটি বেঁধেছেন ফারিয়া শাহরিন।

নির্মাতা আলোক হাসান বলেন, ‘এটি সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী একটা ফিকশন। পুরো গল্পটাই এগিয়েছে চঞ্চল ভাইকে নিয়ে। গল্প সম্পর্কে এখন কোনো ধারণা দিতে চাই না, আগে দর্শকরা দেখুক। কাজটি করে বেশ তৃপ্তি পেয়েছি।

চঞ্চল ভাইকে এখানে একজন পরিপূর্ণ শিল্পী হিসেবেই পেয়েছি আমি। প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিয়েছেন তিনি এখানে। এখন তো ওয়েবের বাইরে খুব একটা কাজ করেন না তিনি, তারপরও গল্প শুনে কাজটি করতে রাজি হন।’

সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। নির্মাতা জানান শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাইকোলজিক্যাল থ্রিলার গল্পে চঞ্চল-ফারিয়া

আপডেট : ১০:৪১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
এখন ওয়েবেই ব্যস্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। নাটকে খুব একটা দেখা যায় না তাকে। অনেকদিন পর অংশ নিলেন বিশেষ একটি নাটকের শুটিংয়ে। নাটকের নাম ‘কুহক কাল’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করেছেন আলোক হাসান। এখানে চঞ্চলের সঙ্গে জুটি বেঁধেছেন ফারিয়া শাহরিন।

নির্মাতা আলোক হাসান বলেন, ‘এটি সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী একটা ফিকশন। পুরো গল্পটাই এগিয়েছে চঞ্চল ভাইকে নিয়ে। গল্প সম্পর্কে এখন কোনো ধারণা দিতে চাই না, আগে দর্শকরা দেখুক। কাজটি করে বেশ তৃপ্তি পেয়েছি।

চঞ্চল ভাইকে এখানে একজন পরিপূর্ণ শিল্পী হিসেবেই পেয়েছি আমি। প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিয়েছেন তিনি এখানে। এখন তো ওয়েবের বাইরে খুব একটা কাজ করেন না তিনি, তারপরও গল্প শুনে কাজটি করতে রাজি হন।’

সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। নির্মাতা জানান শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।