নিষিদ্ধ ‘কনটেন্ট’ ডিলিট না করায় রাশিয়ায় গুগলকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:০০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • / 116
মার্কিন কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশনের সার্চ ইঞ্জিন গুগলকে ৪০ হাজার ৪০০ ডলার (৩০ লাখ রুবল) জরিমানা করেছে মস্কোর একটি আদালত।

সোমবার নিষিদ্ধ কনটেন্ট ডিলিট না করার জেরে আদালত এ জরিমানা করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট গুগলের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান সম্পর্ক সংকটের মধ্যে এ ঘটনা ঘটলো।

এর আগে গত অক্টোবরে নিষিদ্ধ কনটেন্ট বা বিষয়বস্তু ডিলিট না করলে গুগল ও ইউটিউবকে জরিমানার হুমকি দেয় রাশিয়া। গত মাসে গুগল জানিয়েছে, তারা জরিমানা সরূপ ৩২ লাখ রুবলের বেশি অর্থ রাশিয়াকে প্রদান করেছে।

এর আগেও চলতি বছর কয়েকবার গুগলকে জরিমানা গুনতে হয়েছে। রাশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তা রস্কমনাজর গত মার্চ মাস থেকে টুইটারের গতি কমিয়ে দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিষিদ্ধ ‘কনটেন্ট’ ডিলিট না করায় রাশিয়ায় গুগলকে জরিমানা

আপডেট : ১১:০০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
মার্কিন কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেশনের সার্চ ইঞ্জিন গুগলকে ৪০ হাজার ৪০০ ডলার (৩০ লাখ রুবল) জরিমানা করেছে মস্কোর একটি আদালত।

সোমবার নিষিদ্ধ কনটেন্ট ডিলিট না করার জেরে আদালত এ জরিমানা করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট গুগলের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান সম্পর্ক সংকটের মধ্যে এ ঘটনা ঘটলো।

এর আগে গত অক্টোবরে নিষিদ্ধ কনটেন্ট বা বিষয়বস্তু ডিলিট না করলে গুগল ও ইউটিউবকে জরিমানার হুমকি দেয় রাশিয়া। গত মাসে গুগল জানিয়েছে, তারা জরিমানা সরূপ ৩২ লাখ রুবলের বেশি অর্থ রাশিয়াকে প্রদান করেছে।

এর আগেও চলতি বছর কয়েকবার গুগলকে জরিমানা গুনতে হয়েছে। রাশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তা রস্কমনাজর গত মার্চ মাস থেকে টুইটারের গতি কমিয়ে দিয়েছেন।