অস্ট্রেলিয়ার পার্লামেন্টে যৌন হয়রানির শিকার এক-তৃতীয়াংশ নারীকর্মী
- আপডেট : ০৩:৩৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
- / 173
মঙ্গলবার “সেট দ্য স্ট্যান্ডার্ড” নামের একটি রিপোর্ট জমা দেয়া হয়। সেখানেই ওঠে আসে ভয়াবহ এমন ঘটনার চিত্র। রিপোর্টটিতে ১,৭২৩ জন ব্যক্তি ও ৩৩টি প্রতিষ্ঠানের সাক্ষাৎকার নেয়া হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, কর্মচারীদের ৫১ শতাংশেরই কোন না কোন ধরনের নিগ্রহ, যৌন হয়রানি এবং যৌন আক্রমণ বা আক্রমণের চেষ্টার অভিজ্ঞতা হয়েছে। এছাড়াও নারী পার্লামেন্ট সদস্যদের ৬৩ শতাংশই যৌন হয়রানির শিকার হয়েছেন, আর নারী রাজনৈতিক কর্মচারীদের ক্ষেত্রে এর অনুপাত আরো বেশি।
যৌন বৈষম্য সংক্রান্ত কমিশনার কেট জেংকিন্স বলছেন, এসব ঘটনার শিকারদের মধ্যে নারীর সংখ্যা বিসদৃশ রকমের বেশি।
নাম প্রকাশ না করে একজন এমপি বলেছেন, নারীদের উঠিয়ে নেয়া, ঠোঁটে চুমু দেয়া, স্পর্শ করা, নিতম্বে চাপড় দেয়া, নারীর চেহারা নিয়ে মন্তব্য করা – এগুলো সাধারণ ঘটনা।
এদিকে এ ধরণের যৌন হেনস্থার প্রতিবাদে অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে হাজার হাজার মানুষ প্রতিবাদ করেছেন। সূত্র- বিবিসি