এক মাসে বিও অ্যাকাউন্ট বেড়েছে ৯ হাজার
প্রতিনিধির নাম
- আপডেট : ০১:০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / 125
গত ১ মাসে দেশেল পুঁজিবাজারে নতুন বিও অ্যাকাউন্ট বেড়েছে ৯ হাজার। গত নভেম্বের মাসে ডিএসই এর প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্স ২৯৪.৭৮ পয়েন্ট কমলেও নতুন বিও একাউন্ট বেড়েছে।
পতনের বাজারেও বিও একাউন্ট বাড়ার কারণ হিসেবে বাজার সংশ্লিষ্টরা বলছেন চলতি মাসে নতুন ৩ আইপিওতে আবেদন করার জন্যই এই নতুন বিও একাউন্টগুলি খোলা হয়েছে।
গত ৩১ অক্টোবর দুই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা ছিল ২০ লাখ ১০ হাজার ২৫৫টি। সেখান থেকে ৯ হাজার ২৮৩টি বেড়ে ৩০ নভেম্বর এ সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৭৮৩টিতে। বিও হিসাব সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসংগত চলতি মাসের ১৫ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত ৩ কোম্পানির আইপিও আবেদন চলবে। কোম্পানিগুলো হলো ইউনিয়ন ইন্সুরেন্স, বিডি থাই ফুড এবং ইউনিয়ন ব্যাংক লিমিটেড।