এবার ফ্রান্সেও ওমিক্রন শনাক্ত

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
  • / 137
ইউরোপের দেশ ফ্রান্সেও এবার ওমিক্রন শনাক্ত হয়েছে। ফ্রান্সের উত্তরাঞ্চলে এক ব্যক্তির দেহে করোনা ভাইরাসের এ নতুন ধরন শনাক্ত হয়। বৃহস্পতিবার আল জাজিরার খবরে বলা হয়, ওই ব্যক্তি সম্প্রতি নাইজেরিয়া সফর করেছিলেন।

বিশ্বে করোনায় বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ফ্রান্স অন্যতম। দেশটিতে বুধবার ৪৯ হাজার ৬১০ জনের করোনা শনাক্ত হয়। করোনায় প্রাণ গেছে ৯৬ জনের।

এর আগের দিন মঙ্গলবার করোনা শনাক্তের সংখ্যা ছিল ৪৭ হাজার ১৭৭ জন। এদিন ফ্রান্সে করোনায় মৃত্যু হয়েছে ১১৫ জনের। আগের দিনের তুলনায় ফ্রান্সে করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে, যা উদ্বেগজনক।

ইউরোপের দেশগুলোতে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। এ ক্ষেত্রে ওমিক্রন নতুন মাত্রা যোগ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে আসা করোনার এ ধরন ইউরোপের অনেক দেশে ছড়িয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে এক্ষুনি লকডাউনের পক্ষে নয় ফ্রান্স সরকার। দেশটির সরকারের বিজ্ঞান বিষয়ক শীর্ষ উপদেষ্টা জ্যঁ-ফ্রান্সিস ডেলফ্রাইসি বলেন, তার দেশ ডেল্টা সংক্রমণের মাঝামাঝি পর্যায়ে রয়েছে। নতুন ধরন ওমিক্রন ডেল্টার স্থান দখল করার আশঙ্কা রয়েছে। তবে এক্ষুণি লকডাইন দেয়া হবে না বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার ফ্রান্সেও ওমিক্রন শনাক্ত

আপডেট : ১১:১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
ইউরোপের দেশ ফ্রান্সেও এবার ওমিক্রন শনাক্ত হয়েছে। ফ্রান্সের উত্তরাঞ্চলে এক ব্যক্তির দেহে করোনা ভাইরাসের এ নতুন ধরন শনাক্ত হয়। বৃহস্পতিবার আল জাজিরার খবরে বলা হয়, ওই ব্যক্তি সম্প্রতি নাইজেরিয়া সফর করেছিলেন।

বিশ্বে করোনায় বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ফ্রান্স অন্যতম। দেশটিতে বুধবার ৪৯ হাজার ৬১০ জনের করোনা শনাক্ত হয়। করোনায় প্রাণ গেছে ৯৬ জনের।

এর আগের দিন মঙ্গলবার করোনা শনাক্তের সংখ্যা ছিল ৪৭ হাজার ১৭৭ জন। এদিন ফ্রান্সে করোনায় মৃত্যু হয়েছে ১১৫ জনের। আগের দিনের তুলনায় ফ্রান্সে করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে, যা উদ্বেগজনক।

ইউরোপের দেশগুলোতে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। এ ক্ষেত্রে ওমিক্রন নতুন মাত্রা যোগ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে আসা করোনার এ ধরন ইউরোপের অনেক দেশে ছড়িয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে এক্ষুনি লকডাউনের পক্ষে নয় ফ্রান্স সরকার। দেশটির সরকারের বিজ্ঞান বিষয়ক শীর্ষ উপদেষ্টা জ্যঁ-ফ্রান্সিস ডেলফ্রাইসি বলেন, তার দেশ ডেল্টা সংক্রমণের মাঝামাঝি পর্যায়ে রয়েছে। নতুন ধরন ওমিক্রন ডেল্টার স্থান দখল করার আশঙ্কা রয়েছে। তবে এক্ষুণি লকডাইন দেয়া হবে না বলেও জানান তিনি।