কামাল তামান্নার ‘টাকা পয়সা শুন্য’

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
  • / 192

নির্মিত হলো একক নাটক ‘টাকা পয়সা শুন্য’।নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জুয়েল শরীফ। এবং নাটকটি ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে। ও নাটকটি ব্যসরকারি চ্যানেলে প্রচার করা হবে। নাটকে আরো অভিনয় করেছেন,হেদায়েত তুর্কি, কামাল , তামান্না সরকার, মৌমিতা, জিদান, রকি খাঁন, রেশমী, শতদল বড়ুয়া বিলু, মাহিন, অরুপ কুন্ডু , মেহেদী, লবন্য, রিংকু ও অন্যান্য।সহকারি পরিচালক মো. মিলন।

ডিওপি কাউসার রাজিব, প্রযোজনা: ডিউ ড্রপস, নির্বাহী প্রযোজক: এম আর মিলন জোয়াদর্দার, সম্পাদনা: সাইফ সিহাব, সার্বিক সহযোগিতায়:তানিয়া রেজা তন্বী।

নাটকে গল্পে দেখা যাবে, ‘টাকা পয়সা-শুন্য’ শিরোনামে শুরু করলো একক নাটক ও একজন ট্যাক্সি ড্রাইভার কালাম হঠাৎ একদিন তার গাড়িতে ব্যাগ ভর্তি টাকা পায়। টাকা পাওয়ার পর কালাম তার স্ত্রী’র সাথে, ট্যাক্সির মালিকের সাথে এক কথায় সবার সাথেই খারাপ আচরন করতে থাকে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পাওয়ার উন্মাদনায় উন্মাদ হয়ে খারাপ কাজ করতেও দ্বিধান্বিত হয় না সে। তার এই পরিবর্তন আশ পাশের ভাড়াটিয়ারা লক্ষ্য করে। হঠাৎ এক দিন বাড়ি ওয়ালার টাকা চুরি হয়।


ভাড়াটিয়াদের সন্দেহে থাকা কালামের উপর চুরির অভিযোগ পড়ে। পুলিশ যখন কালামকে ধরে নিয়ে যাচ্ছে ঠিক তখনই সেই টাকার সত্যিকারের মালিক এসে হাজির হয়। কালাম বুঝতে পারে টাকা পয়সা মানুষের জীবনে দরকার কিন্তু অতিরিক্ত টাকা পয়সা মানুষের চারিত্রিক, সামাজিক অবক্ষয় ঘটায়। এক কথায় অতিরিক্ত সব কিছুই মানুষের জীবনের জন্য ক্ষতিকর বা তাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে।

নির্দেশক বললে, ‘ডিউড্রপস স্টুডিও নতুন করে বেশ কিছু নাটক এবং বিজ্ঞাপনের কাজ হাতে নিয়েছে এরই ধারাবাহিকতায় আমি প্রথম এই নাটকটি নির্মাণ করছি। ডিউড্রপস এর প্রথম নাটকের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। ডিউড্রপস আগামীতে আরও প্রযোজনা করবে, ডিউড্রপস এর সাথে আছি।

ডিউড্রপস এর ব্যবস্থাপনা পরিচালক বললে, ‘আমরা বেশ কয়েকটা প্রজেক্ট হাতে নিয়েছি। ডিউড্রপস শুধু প্রোডাকশন হাউজই নয়, আমরা এজেন্সি বেইজ কাজ করছি। এই মাসে আরো ৪টা একক নাটকের সুটিং এর ডেট লক করা রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কামাল তামান্নার ‘টাকা পয়সা শুন্য’

আপডেট : ১২:৩৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১

নির্মিত হলো একক নাটক ‘টাকা পয়সা শুন্য’।নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জুয়েল শরীফ। এবং নাটকটি ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে। ও নাটকটি ব্যসরকারি চ্যানেলে প্রচার করা হবে। নাটকে আরো অভিনয় করেছেন,হেদায়েত তুর্কি, কামাল , তামান্না সরকার, মৌমিতা, জিদান, রকি খাঁন, রেশমী, শতদল বড়ুয়া বিলু, মাহিন, অরুপ কুন্ডু , মেহেদী, লবন্য, রিংকু ও অন্যান্য।সহকারি পরিচালক মো. মিলন।

ডিওপি কাউসার রাজিব, প্রযোজনা: ডিউ ড্রপস, নির্বাহী প্রযোজক: এম আর মিলন জোয়াদর্দার, সম্পাদনা: সাইফ সিহাব, সার্বিক সহযোগিতায়:তানিয়া রেজা তন্বী।

নাটকে গল্পে দেখা যাবে, ‘টাকা পয়সা-শুন্য’ শিরোনামে শুরু করলো একক নাটক ও একজন ট্যাক্সি ড্রাইভার কালাম হঠাৎ একদিন তার গাড়িতে ব্যাগ ভর্তি টাকা পায়। টাকা পাওয়ার পর কালাম তার স্ত্রী’র সাথে, ট্যাক্সির মালিকের সাথে এক কথায় সবার সাথেই খারাপ আচরন করতে থাকে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পাওয়ার উন্মাদনায় উন্মাদ হয়ে খারাপ কাজ করতেও দ্বিধান্বিত হয় না সে। তার এই পরিবর্তন আশ পাশের ভাড়াটিয়ারা লক্ষ্য করে। হঠাৎ এক দিন বাড়ি ওয়ালার টাকা চুরি হয়।


ভাড়াটিয়াদের সন্দেহে থাকা কালামের উপর চুরির অভিযোগ পড়ে। পুলিশ যখন কালামকে ধরে নিয়ে যাচ্ছে ঠিক তখনই সেই টাকার সত্যিকারের মালিক এসে হাজির হয়। কালাম বুঝতে পারে টাকা পয়সা মানুষের জীবনে দরকার কিন্তু অতিরিক্ত টাকা পয়সা মানুষের চারিত্রিক, সামাজিক অবক্ষয় ঘটায়। এক কথায় অতিরিক্ত সব কিছুই মানুষের জীবনের জন্য ক্ষতিকর বা তাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে।

নির্দেশক বললে, ‘ডিউড্রপস স্টুডিও নতুন করে বেশ কিছু নাটক এবং বিজ্ঞাপনের কাজ হাতে নিয়েছে এরই ধারাবাহিকতায় আমি প্রথম এই নাটকটি নির্মাণ করছি। ডিউড্রপস এর প্রথম নাটকের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। ডিউড্রপস আগামীতে আরও প্রযোজনা করবে, ডিউড্রপস এর সাথে আছি।

ডিউড্রপস এর ব্যবস্থাপনা পরিচালক বললে, ‘আমরা বেশ কয়েকটা প্রজেক্ট হাতে নিয়েছি। ডিউড্রপস শুধু প্রোডাকশন হাউজই নয়, আমরা এজেন্সি বেইজ কাজ করছি। এই মাসে আরো ৪টা একক নাটকের সুটিং এর ডেট লক করা রয়েছে।’