পূবালী ব্যাংকের বন্ড অনুমোদন
- আপডেট : ০১:৫১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
- / 125
পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক লিমিটেড বন্ড ইস্যু করে ৫শ কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির ৮০২তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, পূবালী ব্যাংকের বন্ডটি হবে আনসিকিউরড, কন্টিনজেন্ট-কনভার্টিবল ও ফুললি কিউমিলেটিভ বন্ড। এই বন্ডটি হবে বে-মেয়াদি। এটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হবে।
বন্ডটির ৪৫০ কোটি টাকার লট প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ করা হবে। বাকী ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে।
এই বন্ড ইস্যুর মাধ্যমে পূবালী ব্যাংক মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। বন্ডটির কুপন হার হবে ৬ থেকে ১০ শতাংশের মধ্যে।
আলোচ্য বন্ডের অ্যারেঞ্জার, ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। আন্ডাররাইটার হিসেবে কাজ করবে ইউসিবি ইনভেস্টমেন্টে লিমিটেড। আর এর ট্রাস্টির দায়িত্ব পালন করবে গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড।