ক্যাটরিনা আসবেন পালকিতে, ভিকি ঘোড়ার রথে
- আপডেট : ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / 117
৭০০ বছরের পুরোনো দুর্গের ভেতর বসছে ভিকি-ক্যাটের বিয়ে আসর। আর তাই ইতিমধ্যে ১৫ টন ফুল পৌঁছে গেছে রাজস্থানের সোয়াই মাধোপুরের সিক্স সেন্সেস দুর্গে, যেখানে ও বাইরের সাজসজ্জা প্রায় শেষ। শুরু হয়েছে বিয়ের পূজা।
জানা গিয়েছে, বরযাত্রী সাফা আর শেরওয়ানি পরে রাজপুতানাদের সাজে বিয়ের আসরে আসবেন। ঐতিহ্যবাহী গাড়িতে করে সেখানে হাজির হবেন ভিকি কৌশল। বরযাত্রীকে গোলাপ আর সুগন্ধি দিয়ে স্বাগত জানাবে কনেপক্ষ। এরপর সাদা ঘোড়ায় টানা রথে চেপে বিয়ের মণ্ডপে যাবেন ভিকি, আর ক্যাটরিনা আসবেন পালকি চড়ে।
হিন্দু রীতি মেনে তাদের বিয়ের প্রক্রিয়া শুরু হবে। এরপর সন্ধ্যায় তারা সাত পাকে বাঁধা পড়বেন। এরপর থাকবে রাজকীয় নৈশভোজ। সেই ভোজ শেষে আছে পুলসাইড পার্টি। সিক্স সেন্সেস ফোর্টে পৌঁছে গেছে ৮০ কেজি মিষ্টিজাতীয় খাবার। সেসবের মধ্যে আছে গুজরাটি বখলায়া, মুগডালের বরফি, চকো বাইট, কাজু পানসহ আরও নানা কিছু।