সৌদি আরবে তাবলিগ জামাত নিষিদ্ধ
- আপডেট : ১০:২৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / 128
টাইস অফ ইন্ডিয়া এবং জিনিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স দপ্তরের মন্ত্রী ডা. আব্দুললতিফ আল শেখ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এ কথা জানিয়েছেন। এছাড়া শুক্রবার জুমার নামাজে তাবলিগ জামাত নিয়ে মানুষকে সতর্ক করে দিতে মসজিদের ইমামদের নির্দেশ দিয়েছেন।
তাবলিগ জামাতের পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে দাওয়া নামে আরেকটি সংগঠনকে। মন্ত্রী এক টুইট বার্তায় জানিয়েছেন, মসজিদে ইমামদের তাদের ভাষণে সতর্ক করা উচিত এরা কীভাবে সমাজের জন্য বিপজ্জনক। ১৯২৬ সালে দাওয়া নামের এ সংগঠনটির গঠিত হয়।
সৌদি সরকারের পক্ষ থেকে তাবলিগ জামাত সম্পর্কে এক ঘোষণায় বলা হয়েছে, এটি উগ্রবাদীদের একটি প্রবেশপথ। এদের বিপদ সম্পর্কে মানুষকে বোঝান। এদের ভুলগুলো তুলে ধরুন।
তাবলিগ জামাত ও দাওয়া দুটিই আন্তর্জাতিক সুন্নি মুসলিমদের সংগঠন। সারা বিশ্বে তাদের ৩৫০-৪০০ মিলিয়ন অনুসারী রয়েছে বলে দাবি সংগঠনের। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের লক্ষ্যই হলো ধর্মীয় বিষয়ের উপর জোর দেয়া এবং অত্যন্ত কড়াভাবে রাজনীতি এড়িয়ে চলা।