‘বেপরোয়া’ মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা জবাবের হুমকি চীনের
- আপডেট : ১০:৪১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / 127
সেইসঙ্গে মানবাধিকার লঙ্ঘনকে কেন্দ্র করে চীনের বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন নিষেধাজ্ঞা তুলে নিতেও বেইজিং জোর দাবি জানিয়েছে।
গত শুক্রবার যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চীন, উত্তর কোরিয়া, মিয়ানমার ও বাংলাদেশের কয়েক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মার্কিন নিষেধাজ্ঞাকে ‘বিকৃত পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, ‘সংশ্লিষ্ট ভুল সিদ্ধান্তগুলো দ্রুত তুলে নিতে আমরা যুক্তরাষ্ট্রের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।’
এ সময় তিনি চীনের অভ্যন্তরীণ বিষয়গুলো ও চীনের স্বার্থের ক্ষতি করা থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।
বেইজিংয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে ওয়াং ওয়েনবিন বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র বেপরোয়াভাবে পদক্ষেপ নেয়, তাহলে পাল্টা জবাব দিতে চীন যথাযতভাবে পদক্ষেপ নেবে।’
গত বৃহস্পতি ও শুক্রবার যুক্তরাষ্ট্রে ভার্চুয়াল গণতন্ত্র সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তিনি বিশ্বব্যাপী গণতন্ত্রের বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। এর পরই এশিয়ার এ চার দেশের কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আসে।