ভারতের রাষ্ট্রপতি তিন দিনের সফরে ঢাকায় আসছেন কাল
- আপডেট : ০২:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / 147
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এক ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে রামনাথ কোবিন্দের আসার খবরটি নিশ্চিত করেন।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের অনন্য নিদর্শন হিসেবে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ-এর আমন্ত্রণে আগামী ১৫-১৭ ডিসেম্বর বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় সফর করবেন।
রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতের মহামান্য রাষ্ট্রপতিকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন। এ সময় ভারতের রাষ্ট্রপতিকে বিমান বন্দরে গার্ড অব অনার প্রদান করা হবে।
এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। একই দিন দুপুরে তিনি ধানমন্ডি ৩২-এ অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন।
সফরকালে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি।
ঢাকা সফরকালে ভারতের রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন।
এ ছাড়া জাতীয় সংসদ ভবন চত্বরে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এটাই হবে বাংলাদেশে প্রথম সফর।