মালয়েশিয়ায় নৌকাডুবিতে ১১ জনের মৃত্যু, নিখোঁজ ২৫

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:৫৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
  • / 124
মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে ঝড়ো আবহাওয়ার কারণে নৌকাডুবিতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বুধবার এ ঘটনায় নিখোঁজ আছেন আরও ২৫ জন।

ফ্রান্স টুয়ান্টিফোরের খবরে বলা হয়, নৌকাডুবিতে মৃত ও নিখোঁজদের সবাই ইন্দোনেশিয়ার অভিবাসন প্রত্যাশী। তারা কাজের সন্ধানে ছোট নৌকায় ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়ায় আসার চেষ্টা করেছিলেন।

এ রুটটিতে আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে।

মালয়েশিয়ার কোস্টগার্ড জানিয়েছে, ওই নৌকায় ৫০ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন, যারা মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জহর প্রদেশে পৌঁছনোর চেষ্টা করছিলেন।

কোস্টগার্ড প্রধান এডমিরাল মোহামাদ জুবিল মাৎসোম বার্তাসংস্থা এএফপিকে বলেন, সাগরে টহল দেয়া কোস্টগার্ড সদস্যরা সাতজনের মরদেহ উদ্ধার করেন; আর সৈকত থেকে চার নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড কর্মকর্তা জানান, নৌকায় থাকা আরও ১৪ জনকে ইন্দোনেশিয়ার পাশে একটি দ্বীপ থেকে উদ্ধার করা হয়েছে। তারা এখন আটক অবস্থায় আছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালয়েশিয়ায় নৌকাডুবিতে ১১ জনের মৃত্যু, নিখোঁজ ২৫

আপডেট : ১২:৫৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে ঝড়ো আবহাওয়ার কারণে নৌকাডুবিতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বুধবার এ ঘটনায় নিখোঁজ আছেন আরও ২৫ জন।

ফ্রান্স টুয়ান্টিফোরের খবরে বলা হয়, নৌকাডুবিতে মৃত ও নিখোঁজদের সবাই ইন্দোনেশিয়ার অভিবাসন প্রত্যাশী। তারা কাজের সন্ধানে ছোট নৌকায় ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়ায় আসার চেষ্টা করেছিলেন।

এ রুটটিতে আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে।

মালয়েশিয়ার কোস্টগার্ড জানিয়েছে, ওই নৌকায় ৫০ জন অভিবাসন প্রত্যাশী ছিলেন, যারা মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জহর প্রদেশে পৌঁছনোর চেষ্টা করছিলেন।

কোস্টগার্ড প্রধান এডমিরাল মোহামাদ জুবিল মাৎসোম বার্তাসংস্থা এএফপিকে বলেন, সাগরে টহল দেয়া কোস্টগার্ড সদস্যরা সাতজনের মরদেহ উদ্ধার করেন; আর সৈকত থেকে চার নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড কর্মকর্তা জানান, নৌকায় থাকা আরও ১৪ জনকে ইন্দোনেশিয়ার পাশে একটি দ্বীপ থেকে উদ্ধার করা হয়েছে। তারা এখন আটক অবস্থায় আছেন।