করোনার পঞ্চম ঢেউ, বিদুৎ গতিতে ছড়াচ্ছে ওমিক্রন
- আপডেট : ১২:৫৩:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
- / 167
তিনি ইউরোপের করোনার উচ্চ সংগ্রমণশীল ধরন ওমিক্রনের বিস্তারকে বজ্রপাতের আগের বিদ্যুৎ চমকানোর গতির সঙ্গে তুলনা করেন।
এ প্রেক্ষাপটে ফ্রান্সের কর্তৃপক্ষ তার দেশের লোকজনকে কোভিড-১৯ এর টিকা নেয়ার জন্য আবারও জোর দাবি জানিয়েছে। তিনি জানান, সরকার আরও একটি লকডাউনের দিকে যেতে চাচ্ছে না।
জ্যঁ কেস্টেক্স শঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত বিস্তারকারী ও উচ্চ সংক্রমণশীল ধরনটি (ওমিক্রন) জানুয়ারির শুরুর দিকে সংক্রমণের দিক থেকে অন্য ধরনগুলোকে ছাড়িয়ে যেতে পারে।
ইতোমধ্যে ইংরেজি নববর্ষের উদযাপনের ওপর কড়াকড়ি আরোপ করেছে ফ্রান্স। এ উদযাপন উপলক্ষে জনসমাগম ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে।
ফরাসী প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যতো কম (জড়ো হবে), ঝুঁকি ততো কম।’
ইতোমধ্যে ইউরোপের অন্য দেশগুলো থেকে ফ্রান্সে ভ্রমণ সীমিত করেছে। এ দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যও রয়েছে।
ওয়ার্ল্ডোমিটাস্র্-এর তথ্য অনুযায়ী, ফ্রান্সে শুক্রবার ৫৮ হাজার ১২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদিন করোনা প্রাণ কেড়ে নিয়েছে ১৬২ জনের। পুরো মহামারি পর্বে ফ্রান্সে করোনায় প্রাণ গেছে ১ লাখ ২১ হাজার ৩৩৩ জনের।