অনুমতি ছাড়া ইউনানি ওষুধের প্রেসক্রিপশন নয়

প্রতিনিধির নাম
  • আপডেট : ১১:৪১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • / 143
অনুমতি ছাড়া কেউ ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধ সেবনের পরামর্শ দিলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডেই দন্ডিত হতে পারে।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইনের এই খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রস্তাবিত আইন অনুসারে স্বীকৃতি ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা মিথ্যা উপাধি ব্যবহার করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দন্ডিত হতে হবে।

এ নিয়ে তিনি আরও বলেন, মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের মতো এখানেও একটি কাউন্সিল একাডেমিক বিষয়গুলো দেখাশোনা করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন মালদ্বীপ সফর নিয়েও কথা বলেন সচিব। তিনি জানান, মালদ্বীপের কারাগারে আটক থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হতে পারে আসন্ন সফরেই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অনুমতি ছাড়া ইউনানি ওষুধের প্রেসক্রিপশন নয়

আপডেট : ১১:৪১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
অনুমতি ছাড়া কেউ ইউনানি ও আয়ুর্বেদিক ওষুধ সেবনের পরামর্শ দিলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডেই দন্ডিত হতে পারে।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইনের এই খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রস্তাবিত আইন অনুসারে স্বীকৃতি ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা মিথ্যা উপাধি ব্যবহার করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দন্ডিত হতে হবে।

এ নিয়ে তিনি আরও বলেন, মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের মতো এখানেও একটি কাউন্সিল একাডেমিক বিষয়গুলো দেখাশোনা করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন মালদ্বীপ সফর নিয়েও কথা বলেন সচিব। তিনি জানান, মালদ্বীপের কারাগারে আটক থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হতে পারে আসন্ন সফরেই।