ফার্স্ট ফাইন্যান্সের এমডির পদত্যাগে কেন্দ্রীয় ব্যাংকের অসম্মতি

প্রতিনিধির নাম
  • আপডেট : ১২:০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
  • / 132
নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মোশাররফ হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বাংলাদেশ ব্যাংক। কারণ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, প্রতিষ্ঠানটির অনিয়ম ও অবনতি ঠেকাতে তার মতো এমডির প্রয়োজন আছে। বাংলাদেশ ব্যাংকের অসম্মতিতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদও এমডির পদত্যাগপত্রটি গ্রহণ করেনি।

মোহাম্মদ মোশাররফ হোসেন চলতি বছরের ১৮ জুলাই ফার্স্ট ফাইন্যান্সের এমডি হিসেবে যোগ দেন। তাঁর মেয়াদ ছিল তিন বছর।

সূত্র জানায়, যোগদানের পরই তিনি নানামুখী চাপের মুখে গত ১৬ নভেম্বর এমডি পদ থেকে পদত্যাগের জন্য পদত্যাগপত্র জমা দেন পরিচালানা পর্ষদে। উক্ত পদত্যাগপত্রে তিনি চলতি বছরের ১৫ ডিসেম্বর থেকে পদত্যাগ কার্যকরের কথা বলেন।

পর্ষদের পক্ষ থেকে এমডির পদত্যাগের বিষয়টি বাংলাদেশ ব্যাংককে অবহিত করা হলে ওই পদত্যাগ কার্যকর না করার এবং ২০২১ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত না হওয়া পর্যন্ত তাকে এমডি পদে বহাল রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফার্স্ট ফাইন্যান্সের এমডির পদত্যাগে কেন্দ্রীয় ব্যাংকের অসম্মতি

আপডেট : ১২:০৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মোশাররফ হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বাংলাদেশ ব্যাংক। কারণ হিসেবে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, প্রতিষ্ঠানটির অনিয়ম ও অবনতি ঠেকাতে তার মতো এমডির প্রয়োজন আছে। বাংলাদেশ ব্যাংকের অসম্মতিতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদও এমডির পদত্যাগপত্রটি গ্রহণ করেনি।

মোহাম্মদ মোশাররফ হোসেন চলতি বছরের ১৮ জুলাই ফার্স্ট ফাইন্যান্সের এমডি হিসেবে যোগ দেন। তাঁর মেয়াদ ছিল তিন বছর।

সূত্র জানায়, যোগদানের পরই তিনি নানামুখী চাপের মুখে গত ১৬ নভেম্বর এমডি পদ থেকে পদত্যাগের জন্য পদত্যাগপত্র জমা দেন পরিচালানা পর্ষদে। উক্ত পদত্যাগপত্রে তিনি চলতি বছরের ১৫ ডিসেম্বর থেকে পদত্যাগ কার্যকরের কথা বলেন।

পর্ষদের পক্ষ থেকে এমডির পদত্যাগের বিষয়টি বাংলাদেশ ব্যাংককে অবহিত করা হলে ওই পদত্যাগ কার্যকর না করার এবং ২০২১ সালের বার্ষিক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত না হওয়া পর্যন্ত তাকে এমডি পদে বহাল রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।