ছাত্রনেতা থেকে চিলির প্রেসিডেন্ট বোরিক

প্রতিনিধির নাম
  • আপডেট : ০২:২৬:২৪ অপরাহ্ন, সোমাবার, ২০ ডিসেম্বর ২০২১
  • / 166
গত রোববার চিলিতে নির্বাচন অনুষ্ঠিত হয় । আর এতে বাজিমাত করলেন এক বামপন্থী তরুণনেতা। তিনি এখন দেশটির সর্বকনিষ্ঠ নেতা। সাবেক ছাত্রনেতা গ্যাব্রিয়েল বোরিক ৫৬ শতাংশ ভোট পেয়ে চিলির নতুন প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ও কট্টর ডানপন্থি রক্ষণশীল নেতা জোসে অ্যান্তোনিও কাস্ত পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।

৩৫ বছর বয়সী গ্যাব্রিয়েল বোরিক নির্বাচনে জয় লাভের পর তার সমর্থকদের অর্থনীতিকে ঢেলে সাজানোর আশ্বাস দিয়েছেন। জয়ের খবরে উচ্ছ্বসিত গ্যাব্রিয়েল বোরিকের সমর্থকরা। পতাকা হাতে রাস্তায় নেমে মিছিল করেন তাদের মধ্যে অনেকে।

গ্যাব্রিয়েল বোরিক জানান, তিনি নিষ্ঠা এবং দায়িত্ববোধের সঙ্গে তার কাজ করবেন। চিলির পেনসন ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা সংস্কার, সাপ্তাহিক কাজের সময় ৪৫ ঘণ্টা থেকে ৪০ ঘণ্টায় নামিয়ে আনা ও গ্রিন ইনভেস্টমেন্ট জোরদার করে বৈষম্য কমিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি।

তিনি বলেন, আমাদের বহুবিধ চ্যালেঞ্জ রয়েছে। আমি জানি যে আগামী বছরগুলোতে আমাদের অনেক ঝুঁকি রয়েছে। আমি এমন একজন প্রেসিডেন্ট হতে চাই যে গণতন্ত্রের প্রতি যত্নশীল হবে। বলার চেয়ে বেশি শোনার চেষ্টা করবেন তিনি। মানুষের দৈনন্দিন প্রয়োজনের দিকে গুরুত্ব দেবেন এবং ঐক্য ধরে রাখার চেষ্টা করবেন বলেও জানান।

চিলির এই তরুণ নেতা এমন সময় দেশকে নেতৃত্ব দিতে যাচ্ছেন, যখন দেশটিতে নানা বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে রাস্তায় নামে চিলির হাজার হাজার মানুষ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছাত্রনেতা থেকে চিলির প্রেসিডেন্ট বোরিক

আপডেট : ০২:২৬:২৪ অপরাহ্ন, সোমাবার, ২০ ডিসেম্বর ২০২১
গত রোববার চিলিতে নির্বাচন অনুষ্ঠিত হয় । আর এতে বাজিমাত করলেন এক বামপন্থী তরুণনেতা। তিনি এখন দেশটির সর্বকনিষ্ঠ নেতা। সাবেক ছাত্রনেতা গ্যাব্রিয়েল বোরিক ৫৬ শতাংশ ভোট পেয়ে চিলির নতুন প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ও কট্টর ডানপন্থি রক্ষণশীল নেতা জোসে অ্যান্তোনিও কাস্ত পেয়েছেন ৪৪ শতাংশ ভোট।

৩৫ বছর বয়সী গ্যাব্রিয়েল বোরিক নির্বাচনে জয় লাভের পর তার সমর্থকদের অর্থনীতিকে ঢেলে সাজানোর আশ্বাস দিয়েছেন। জয়ের খবরে উচ্ছ্বসিত গ্যাব্রিয়েল বোরিকের সমর্থকরা। পতাকা হাতে রাস্তায় নেমে মিছিল করেন তাদের মধ্যে অনেকে।

গ্যাব্রিয়েল বোরিক জানান, তিনি নিষ্ঠা এবং দায়িত্ববোধের সঙ্গে তার কাজ করবেন। চিলির পেনসন ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা সংস্কার, সাপ্তাহিক কাজের সময় ৪৫ ঘণ্টা থেকে ৪০ ঘণ্টায় নামিয়ে আনা ও গ্রিন ইনভেস্টমেন্ট জোরদার করে বৈষম্য কমিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি।

তিনি বলেন, আমাদের বহুবিধ চ্যালেঞ্জ রয়েছে। আমি জানি যে আগামী বছরগুলোতে আমাদের অনেক ঝুঁকি রয়েছে। আমি এমন একজন প্রেসিডেন্ট হতে চাই যে গণতন্ত্রের প্রতি যত্নশীল হবে। বলার চেয়ে বেশি শোনার চেষ্টা করবেন তিনি। মানুষের দৈনন্দিন প্রয়োজনের দিকে গুরুত্ব দেবেন এবং ঐক্য ধরে রাখার চেষ্টা করবেন বলেও জানান।

চিলির এই তরুণ নেতা এমন সময় দেশকে নেতৃত্ব দিতে যাচ্ছেন, যখন দেশটিতে নানা বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে রাস্তায় নামে চিলির হাজার হাজার মানুষ।